Maoist Killed: ছত্তীসগঢ়ের জঙ্গলে যৌথ বাহিনীর গুলিতে খতম তিন মাওবাদী

Feb 26, 2024 | 7:36 AM

ছত্তীসগঢ়ের ওই জেলার ভোমরা, হুরতারাই এবং মিচছেবেড়া গ্রামে মাওবাদীরা লুকিয়ে রয়েছে বলে সূত্র মারফত খবর ছিল বাহিনীর কাছে। সেই খবরের ভিত্তিতেই রবিবার সকাল থেকে অভিযানে নামে যৌথ বাহিনী। তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে মাওবাদীরা। সে সময়ই বাহিনীর সঙ্গে শুরু হয় গুলির লড়াই।

Maoist Killed: ছত্তীসগঢ়ের জঙ্গলে যৌথ বাহিনীর গুলিতে খতম তিন মাওবাদী
প্রতীকী ছবি

Follow Us

কাঙ্কের: নিরাপত্তীরক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল তিন মাওবাদীর। ছত্তীসগঢ়ের কাঙ্কের জেলায় রবিবার ঘটেছে এই ঘটনা। ওই জেলার জঙ্গল লাগোয়া এলাকায় মাওবাদী দমন অভিযানে নেমেছিল যৌথ বাহিনী। বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের বাহিনীরা রবিবার অভিযানে নেমেছিল। ওই জেলার কোয়ালিবেড়া থানায় এলাকায় যখন অভিযান চালাচ্ছিল, সে সময় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তারক্ষীদের। তাতেই তিন মাওবাদীর মৃত্যু হয়েছে।

ছত্তীসগঢ়ের ওই জেলার ভোমরা, হুরতারাই এবং মিচছেবেড়া গ্রামে মাওবাদীরা লুকিয়ে রয়েছে বলে সূত্র মারফত খবর ছিল বাহিনীর কাছে। সেই খবরের ভিত্তিতেই রবিবার সকাল থেকে অভিযানে নামে যৌথ বাহিনী। তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে মাওবাদীরা। সে সময়ই বাহিনীর সঙ্গে শুরু হয় গুলির লড়াই। সেই লড়াইয়েই তিন জন মাওবাদীর প্রাণ গিয়েছে। এর পাশাপাশি মাওবাদীদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে বাহিনী।

সদ্যসমাপ্ত বিধানসভা ভোটের সময় থেকেই মাওবাদী হামলায় একাধিক বার অশান্ত হয়েছে ছত্তীসগঢ়ের জঙ্গল লাগোয়া এলাকা। গত সপ্তাহেই সুকমার একটি গ্রামে দুই গ্রামবাসীকে খুন করার অভিযোগ ওঠে মাওবাদীদের বিরুদ্ধে। পুলিশের ইনফরমার সন্দেহে তাঁদের খুন করা হয়। দান্তেওয়াড়ায় মাওবাদীদের ক্যাম্প বাহিনী গুঁড়িয়ে দেওয়ার পরই ওই খুনের ঘটনা ঘটেছিল। এ বার জওয়ানদের গুলিতে খতম তিন মাওবাদী।

Next Article