Tipra Motha: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠকে খুশি তিপ্রা মোথা প্রধান

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Mar 31, 2023 | 5:09 PM

বৃহস্পতিবার অসমের মুখ্যমন্ত্রী এবং নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের চেয়ারপার্সন হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেছেন। গুয়াহাটিতে এই বৈঠকের পর আদিবাসীদের দাবিদাওয়া আদায় নিয়ে আশাবাদী প্রদ্যোৎ কিশোর।

Tipra Motha: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠকে খুশি তিপ্রা মোথা প্রধান
টিভি৯ বাংলার মুখোমুখি তিপ্রা মোথার প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মা।

Follow Us

আগরতলা: সদ্য সমাপ্ত ত্রিপুরা বিধানসভা নির্বাচন থেকেই আলোচনার শিরোনামে উঠে এসেছে তিপ্রা মোথার নাম। ত্রিপুরা রাজ পরিবারের বর্তমান প্রজন্মের প্রতিনিধি প্রদ্যোৎ কিশোর দেববর্মা তিপ্রা মোথার প্রধান। ত্রিপুরার আদিবাসী জনগণের জন্য বিশেষ সুযোগ সুবিধার দাবি করে তিপ্রা মোথা। এই দাবি করে প্রথম বার ভোটে লড়ে ১৩টি আসন জিতেছে ত্রিপুরার এই আঞ্চলিক দল। আদিবাসী সমাজের উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের কাছে ভোটের আগেও দরবার করতে দেখা গিয়েছিল প্রদ্যোৎ কিশোরকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে এ ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন তাঁকে। বৃহস্পতিবার অসমের মুখ্যমন্ত্রী এবং নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের চেয়ারপার্সন হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেছেন। গুয়াহাটিতে এই বৈঠকের পর আদিবাসীদের দাবিদাওয়া আদায় নিয়ে আশাবাদী প্রদ্যোৎ কিশোর। এই বৈঠকের পর যে তিনি খুশি তাও জানিয়েছেন তিপ্রা মোথা নেতা।

হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠকের কথা নিজেই জানিয়েছেন প্রদ্যোৎ কিশোর। এক টুইটে এ ব্যাপারে তিনি লিখেছেন, “আজকের প্রতিশ্রুতি এবং বক্তব্যের জন্য হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ। পিছিয়ে পড়া মানুষদের সমস্যা সমাধানে আমরা আগ্রহী। এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। যদিও এটি সম্পূর্ণ করতে সময় লাগবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ধন্যবাদ জানাচ্ছি। তিপ্রাসা মানুষদের সমস্যা নিয়ে সময় দেওয়ার জন্য। আমাদের মানুষদের উন্নতির জন্য আমি সমস্ত ত্যাগ করতে রাজি।”

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে একাই লড়েছে তিপ্রা মোথা। প্রথম বার লড়েই ১৩টি আসন জিতেছে। তবে আদিবাসী সম্প্রদায়ের দাবি আদায়ে ভোটের আগেও অমিত শাহ ও হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনায় বসিয়েছিলেন তিপ্রা মোথা প্রধান। এ বারের আলোচনার পর আদিবাসী মানুষদের দাবি আদায়ের ব্যাপারে আশাবাদী তিনি।

Next Article