
দিল্লি: আইপ্যাক আঁচ এবার পড়তে চলেছে সংসদেও। বাজেট অধিবেশনে নির্বাচনমুখী রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার নিয়ে আলোচনার দাবি জানাল তৃণমূল। একইসঙ্গে ফের SIR নিয়ে আলোচনার দাবি তোলা হয়েছে। যে ভাবে মানুষের মৃত্যু হচ্ছে, সেই বিষয় সংসদে তুলে ধরতেই আলোচনা চায় তৃণমূল। সর্বদল বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন লোকসভা এবং রাজ্যসভার ডেপুটি লিডার শতাব্দী রায় এবং সাগরিকা ঘোষ।
জানা যাচ্ছে, এছাড়াও কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু হতে চলেছে তৃণমূলের অন্যতম হাতিয়ার। অধিবেশনে বিরোধীদের পর্যাপ্ত সময় দিয়ে বলার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। যদিও সংসদ বিষয়ক মন্ত্রী কিরন রিজিজু জানিয়ে দিয়েছেন, বাজেট অধিবেশনে মূল ফোকাস থাকবে বাজেটের উপরই। প্রসঙ্গত, সম্প্রতি, তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক ও তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি (ED)। তবে অফিস এবং প্রতীকের বাড়ি দু’জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি অভিযোগ করে, মুখ্যমন্ত্রী তদন্তের সঙ্গে জড়িত যাবতীয় তথ্য নিয়ে চলে এসেছেন।কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, তারা হাওয়ালা সংক্রান্ত নানা বিধ তদন্তের জন্যই এসেছিল সেখানে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই তদন্ত সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে চলে গিয়েছেন।
তবে, মুখ্যমন্ত্রীর দাবি এই নিয়ে ইডি এসেছিল তৃণমূলের যাবতীয় প্রার্থী তালিকা ও আসন্ন নির্বাচন সংক্রান্ত সব তথ্য নেওয়ার জন্য। এই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও, তাতে ধাক্কা খায় তৃণমূল। কোর্ট নির্দেশ দেয় মমতা বন্দ্যোপাধ্যায় যা যা নথি নিয়ে গিয়েছেন তা সব যেন সংরক্ষণ করা হয়। এই ঘটনারই এবার জল গড়াল সংসদ পর্যন্ত। তৃণমূল চাইল আলোচনা।