নয়া দিল্লি: তৃণমূলের ধরনা নিয়ে এখনও জারি জল্পনা। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ২ অক্টোবর ধরনা দেওয়ার কথা তৃণমূলের। প্রথমেই রামলীলা ময়দানে অবস্থানের আর্জি নাকচ হয়ে যায়। দিল্লি পুলিশকে একাধিকবার চিঠি দিয়েও কোনও লাভ হচ্ছে না। যন্তর মন্তরেও বিক্ষোভের অনুমতি পাওয়া যায়নি। এবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে রাজ্যের শাসক দল।
তৃণমূল চাইছে, অন্তত ৫০ হাজার মানুষকে দিল্লি নিয়ে গিয়ে বিক্ষোভ দেখানো হবে। ২ অক্টোবর সেই ধরনার দিন ঘোষণা করা হয়েছে আগেই। অবস্থানের অনুমতি না দেওয়া হলে তৃণমূল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে সূত্রের খবর।
জানা যাচ্ছে, দিল্লি পুলিশের কাছে তৃণমূলের তরফ থেকে আবেদন করা হয়েছে, অনুমতি নাকচের সিদ্ধান্ত লিখিতভাবে জানাতে হবে। লিখিত কাগজ হাতে পেলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে দলের তরফে। সোমবার এবিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলেও সূত্রের খবর। অভিষেকের তরফে সব জেলার জেলা সভাপতি, জেলা সভাধিপতি, কাউন্সিলর এবং অন্যান্য পদাধিকারীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে দিল্লিতে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২১ জুলাই প্রথম ধরনার কথা ঘোষণা করা হয়েছিল। এরপর অগস্ট মাসে রামলীলা ময়দানে অবস্থানের অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয় দিল্লি পুলিশকে। দিল্লি পুলিশ জানায়, অনেক দেরীতে আবেদন করা হয়েছে। এরপর ফের দিল্লি পুলিশকে চিঠি দেয় তৃণমূল। সেই চিঠির উত্তর আসেনি এখনও। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধরনার অনুমতি না মিললে প্রার্থনা করা হবে রাজঘাটে।