Leaps & Bounds-র কর্তাদের সম্পত্তির নথি জমা ED-র, কী বলছেন অভিষেক?

Jyotirmoy Karmokar | Edited By: Soumya Saha

Sep 21, 2023 | 7:46 PM

Abhishek Banerjee: হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামে তথ্য জমা দিয়েছে ইডি। সেই প্রসঙ্গে এদিন দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল। জবাবে অভিষেকের বক্তব্য, তিনি অনেক আগেই ইডিকে নিজের সম্পত্তির হিসেব ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমা দিয়েছেন।

Leaps & Bounds-র কর্তাদের সম্পত্তির নথি জমা ED-র, কী বলছেন অভিষেক?
অভিষেক বন্দ্য়োপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার লিপস অ্যান্ড বাউন্ডসের আধিকারিকদের সম্পত্তির নথি জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামে সেই তথ্য জমা দিয়েছে ইডি। সেই প্রসঙ্গে এদিন দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল। জবাবে অভিষেকের বক্তব্য, তিনি অনেক আগেই ইডিকে নিজের সম্পত্তির হিসেব ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমা দিয়েছেন। ফলে ইডির নতুন করে জমা দেওয়ার কিছু নেই বলেই মনে করছেন অভিষেক।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ‘২০২০ সালে আমি প্রথম যেদিন ইডিতে গিয়েছি, সেদিনই আমার যাবতীয় সম্পত্তির হিসেব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস জমা দিয়ে এসেছি। নতুন করে কী জমা দেবে? ওদের কাছে প্রথম থেকেই তো সব আছে। আমাকে পাঁচবার তলব করেছে। চারবার ইডি, একবার সিবিআই। আমার স্ত্রীকে চারবার তলব করেছে। আমি এখন আর ইডি-সিবিআইকেকে গুরুত্ব দিই না।’

উল্লেখ্য, কিছুদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল। সেখানেও ইডির অফিসারদের জিজ্ঞাসাবাদ পর্ব শেষে অভিষেক ইডি-সিবিআই-এর তদন্ত প্রক্রিয়া নিয়ে খোঁচা দিয়েছিলেন। সেই নিয়ে কথা বলতে গিয়ে সত্যজিৎ রায়ের ফেলুদা কাহিনীর জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলির প্রসঙ্গও টেনেছিলেন অভিষেক। ফেলুদার দৃষ্টিভঙ্গির সঙ্গে জটায়ুর দৃষ্টিভঙ্গির ফারাক বোঝাতে গিয়ে অভিষেক বলেছিলেন, জটায়ু আগে মনে মনে স্থির করে নিতেন কে অপরাধী, তারপর তাঁর উপর দোষ চাপিয়ে দিতেন। অভিষেকের মতে, ইডি-সিবিআই-এর তদন্ত প্রক্রিয়াও অনেকটা জটায়ুর মতো।

এসবের মধ্যেই আজ ফের একবার ইডি-সিবিআই ইস্যুতে মুখ খুললেন অভিষেক। হাইকোর্টে লিপস অ্যান্ড বাউন্ডসের আধিকারিকদের সম্পত্তির হিসেব জমা দেওয়া প্রসঙ্গ জানিয়ে দিলেন, তিনি অনেক আগেই ইডিকে নিজের সম্পত্তির হিসেব দিয়ে দিয়েছেন।

 

Next Article