নয়া দিল্লি: সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের (BJP MP)। তাঁর সাম্প্রদায়িক মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সাংসদের মন্তব্যে ক্ষমা চেয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তারপরও বিতর্ক থামার নাম নেই। এবার বিজেপি সাংসদের মন্তব্য নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। বহুজন সমাজ পার্টির মুসলিম সাংসদকে ‘জঙ্গি’ বলে আক্রমণ করার তীব্র সমালোচনা করে মহুয়া মৈত্র বলেন, “বিজেপি এমন পরিবেশ তৈরি করে দিয়েছে যে এই ধরনের মন্তব্য করা স্বাভাবিক হয়ে গিয়েছে।”
তৃণমূল সাংসদ জানান, সংসদে দাঁড়িয়ে বিজেপি সাংসদের এই ধরনের ঘৃণামূলক মন্তব্যে অত্যন্ত লজ্জিত তিনি। কিন্তু তিনি খুশি যে বিজেপির আসল রঙ বেরিয়ে পড়েছে।
শুক্রবার সংসদের বিশেষ অধিবেশনে দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরী বিএসপি সাংসদ দানিশ আলির সম্পর্কে সাম্প্রদায়িক মন্তব্য করেন। তাঁর এই মন্তব্য় ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়। লোকসভার স্পিকার ওম বিড়লাও তাঁকে সতর্ক করেন। সংসদের অধিবেশন থেকে ওই বিতর্কিত মন্তব্য বাদ দেওয়া হয়।
বিজেপি সাংসদের ওই মন্তব্য় নিয়ে মহুয়া মৈত্র বলেন, “সমস্যা বিধুরী নন। আসল সমস্যাটা হল বিজেপি এমনই পরিবেশ তৈরি করে দিয়েছে যে প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করা স্বাভাবিক হয়ে গিয়েছে। সাধারণ মানুষ বিজেপির আসল রঙ দেখে নিয়েছে। বিজেপি সাংসদের মন্তব্যে আমিও লজ্জিত। তবে একদিক থেকে আমি খুশিও কারণ সময় এসেছে সাধারণ মানুষের বিজেপির আসল রঙ দেখার। ভাবুন আপনি একজন সাংসদ, যিনি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সর্বোচ্চ নির্বাচিত প্রতিনিধিকে বলছেন এই মোল্লাকে বের করে দাও।”