
নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের পর এক বছর কেটে গেলেও এখনও দিল্লিতে সাংসদ হিসেবে এখনও বাড়ি পাননি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। শুক্রবার এই বিষয় নিয়ে বিরোধী সাংসদদের ক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল সংসদীয় হাউজিং কমিটির বৈঠক।
অভিযোগ, সাংসদদের আবাসন বন্টনের ক্ষেত্রে চরম পক্ষপাতদুষ্ট অবস্থান চলছে। অভিযোগ, গত দুই বছরে হাউসিং কমিটির মাত্র দু’টি বৈঠক হয়েছে। বিজেপির সাংসদরা, বিশেষত ট্রেজারি বেঞ্চের সদস্যরা, অনায়াসে ভাল বাংলো বা ফ্ল্যাট পেয়ে গিয়েছেন। কিন্তু ইউসুফের মতো অনেক বিরোধী সাংসদদের এখনও জোটেনি কোনও মাথা গোঁজার ঠাই।
সাংসদ নন এমন অনেক নেতাই বাংলো দখল করে আছেন বলেও বৈঠকে অভিযোগ উঠেছে। একইসঙ্গে, নিউ দিল্লি এলাকায় পরিকাঠামোগত কাজে এনডিএমসি র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
গত লোকসভা নির্বাচনে রীতিমতো চমক দিয়ে ইউসুফ পাঠানকে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট দেয় তৃণমূল। সেই কেন্দ্র থেকে অধীর চৌধুরীকে হারিয়ে জয়ী হয়ে যান ইউসুফ।
অভিযোগ, তৃণমূল সূত্রের দাবি, তাঁদের অনেক সাংসদই এখনও বাড়ি পাননি। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানও। প্রভাব খাটিয়ে অন্যরা ফ্ল্যাট পাচ্ছে বলে অভিযোগ ওঠে।