Adani Row: আদানি ইস্যুতে সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের, ফের মুলতুবি লোকসভার অধিবেশন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Mar 21, 2023 | 1:02 PM

সংসদের বাইরে বিজয় চকে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদেরা।

Adani Row: আদানি ইস্যুতে সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের, ফের মুলতুবি লোকসভার অধিবেশন
সংসদের বাইরে ধরনায় টিএমসি সাংসদদেরা।

Follow Us

নয়া দিল্লি: ফের বিরোধীদের হই-হট্টগোলে উত্তাল হল সংসদ। মঙ্গলবার লোকসভায় ফের আদানি-হিন্ডেনবার্গ (Adani-Hindenbarg) ইস্যুতে যৌথ সংসদীয় কমিটিতে তদন্তের দাবিতে সরব হন তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা। বিষয়টি নিয়ে আলোচনারও দাবি জানান তাঁরা। স্পিকার বিরোধীদের থামাতে গেলে পাল্টা সরব হন তাঁরা। একেবারে ওয়েলে নেমে আন্দোলন শুরু করে দেন অন্যদিকে, পোস্টার নিয়ে সংসদের বাইরে বিক্ষোভে সামিল হন তৃণমূল সাংসদেরা। বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা (Om Birla)।

এদিন সংসদের বাইরে বিজয় চকে (Vijay Chak) পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদেরা। মূলত আদানি-হিন্ডেনবার্গ ইস্যু নিয়ে সংসদে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। কেন সংসদে এই ইস্যুগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে না, তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দোলা সেন, ডেরেক ও’ ব্রায়েনরা। বিক্ষোভ মঞ্চ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “এলআইসি, এসবিআই সাধারণ মানুষের বিশ্বাসের জায়গা। সাধারণ মানুষ বিশ্বাস করে এলআইসি, এসবিআই-তে টাকা রাখে। ফলে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি দেখা উচিত দেশের।” কিন্তু, আদানির সঙ্গে কেন্দ্র বোঝাপড়া করেছে অভিযোগ তুলে সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) বলেন, “দুই প্রেস্টজিয়ার ইনস্টিটিউশন হল, এলআইসি, এসবিআই। কিন্তু এগুলি নিয়ে আলোচনা করছে না। আমরা সাধারণ মানুষের স্বার্থে আলোচনা চাই।” আদানি-হিন্ডেনবার্গ নিয়ে যৌথ সংসদীয় কমিটি (JPC)-তে আলোচনার দাবি তুলেছেন তৃণমূল সাংসদরা।

অন্যদিকে, সংসদের কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য বারবার বিরোধীদের কাছে আবেদন জানিয়েছেন স্পিকার ওম বিড়লা। কিন্তু, বিরোধীরা সেকথা না শুনলে অধিবেশন দুপুর ২টো পর্যন্ত স্থগিত করে দেন তিনি। স্পিকার ওম বিড়লা (Om Birla) বলেন, “বাজেট অধিবেশন খুব গুরুত্বপূর্ণ। সকলকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। প্রশ্ন-উত্তর পর্বের পরেও সকলে কথা বলার সুযোগ না পেলে বিক্ষোভ দেখাবেন। যদি আপনারা অধিবেশন চালাতে দিতে চান না, তাই দুপুর ২ টো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হল।”

প্রসঙ্গত, বাজেট অধিবেশনের প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বের গোড়া থেকেই আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে উত্তাল সংসদ। বিরোধীরা এই বিষয়ে আলোচনার দাবিতে বারবার সরব হয়েছেন। প্রধানমন্ত্রীকে আলোচনার দাবি জানিয়েছেন। কিন্তু, সেই দাবি শোনা হচ্ছে না, এমনকি সংসদে মাইক বন্ধ করে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে।

Next Article