
নয়াদিল্লি: একদিকে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন, অন্যদিকে ভিবি-রামজি প্রকল্প। আসন্ন বাজেট অধিবেশনে এই ইস্য়ুগুলিকেই হাতিয়ার করতে চায় বিরোধীরা। বুধবার, ২৮ জানুয়ারি থেকে সংসদের দুই কক্ষে শুরু হবে বাজেট অধিবেশন। পয়লা ফেব্রুয়ারি হবে কেন্দ্রীয় বাজেট পেশ। তার আগেই প্রথামাফিক প্রতিটি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক ডাকলেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু।
মঙ্গলবার কেন্দ্রীয় সরকারে তরফে সংসদের বাজেট অধিবেশন শুরু আগে আয়োজিত হতে চলেছে সর্বদলীয় বৈঠক। সূত্রের খবর, তাতে রাজ্যে শাসকশিবিরের তরফে উপস্থিত থাকবেন শতাব্দী রায় ও সাগরিকা ঘোষ। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন, বাংলায় কেন্দ্রীয় বঞ্চনাকেই ভোটের আগে বাজেট অধিবেশনে হাতিয়ার করতে চায় ঘাসফুল শিবির। তুলে ধরতে পারে সর্বদলীয় বৈঠকেও।
একই ভাবে আসর সাজিয়েছে কংগ্রেসও। শীতকালীন অধিবেশনে আইনে পরিণত হওয়া ভিবি-রামজি প্রকল্পকে হাতিয়ার করে বাজেট অধিবেশনে নিজেদের কৌশল তৈরি করতে চায় তাঁরা। ইতিমধ্যেই দেশব্যাপী এই প্রকল্পের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব। চলছে প্রতিবাদ-বিক্ষোভ। এবার সংসদে আসন্ন বাজেট অধিবেশনেও কংগ্রেসের নিশানায় রামজি প্রকল্প।
উল্লেখ্য আগামিকাল, বুধবার রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর ভাষণ দিয়েই শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। যা চলবে একেবারে ২রা এপ্রিল পর্যন্ত। গোটা বাজেট অধিবেশনকে দু’টি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায় চলবে ২৮ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর লম্বা বিরতি। দ্বিতীয় পর্যায় শুরু হবে ৯ মার্চ, শেষ হবে ২রা এপ্রিল। চলতি বছর বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ে বেনজির ভাবে রবিবার অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।