Tobacco Ban: রাজ্যে গুটখা-পান মশলা সম্পূর্ণ নিষিদ্ধ, খৈনি-জর্দা খেলেও ধরবে এবার…

Tobacco Ban: স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে তামাক সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে একটি বিশেষ স্কোয়াড তৈরি করা হবে। কাউকে তামাকজাত পণ্য সেবন করতে দেখলেই তাদের ধরা হবে। কড়া শাস্তির বিধানও আনা হতে পারে পরবর্তী সময়ে।   

Tobacco Ban: রাজ্যে গুটখা-পান মশলা সম্পূর্ণ নিষিদ্ধ, খৈনি-জর্দা খেলেও ধরবে এবার...
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Jan 23, 2026 | 1:54 PM

ভুবনেশ্বর: আরও এক রাজ্যে নিষিদ্ধ হল গুটখা, পান মশলা, জর্দা, খৈনির মতো সমস্ত তামাকজাত পণ্য। জনস্বাস্থ্য রক্ষা করতেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ওড়িশা সরকার রাজ্য জুড়ে তামাকজাত পণ্য ব্যান করে দিল।  জানানো হয়েছে, তামাকজাত পণ্য তৈরি বা বিক্রি নিষিদ্ধ করা হল।

জনস্বাস্থ্য়ের কথা মাথায় রেখে ওড়িশায় তামাকজাত পণ্য ব্যান করা হয়েছে। রাজ্যের নাগরিকদের এই নিয়ম মানতে বলা হয়েছে। ওড়িশাকে তামাক-মুক্ত রাজ্য গড়ে তোলার আহ্বান দেওয়া হয়েছে। এই বিষয়ে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিঙ্গ বলেন, “সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে যে দেশের গড় সংখ্যার তুলনায় ওড়িশায় মানুষ দ্বিগুণ তামাকজাত পণ্য সেবন করে। এর জেরে মুখ ও ওরাল ক্যানসারে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে।”

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে তামাক সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে একটি বিশেষ স্কোয়াড তৈরি করা হবে। কাউকে তামাকজাত পণ্য সেবন করতে দেখলেই তাদের ধরা হবে। কড়া শাস্তির বিধানও আনা হতে পারে পরবর্তী সময়ে।

প্রসঙ্গত, দেশ জুড়েই গুটখা, পান মশলার মতো তামাকজাত পণ্য নিষিদ্ধ। প্রকাশ্যে ধূমপানও নিষিদ্ধ দেশজুড়ে, তবে কার্যত কোথাওই এই নিয়ম মানা হয় না। তবে ওড়িশাকে তামাক মুক্ত রাজ্য করতে এবার রাজ্য সরকার কড়া অবস্থান গ্রহণ করবে।