
ভোজপুর: মাত্র ৫০ টাকা নিয়ে বচসা। তার জেরে প্রাণ দিতে হল যুবককে। সহকর্মীদের মারধরেই প্রাণ গেল যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের ভোজপুরের আরাহ শহরের টোল প্লাজায়। ওই যুবক সহকর্মীদের ৫০ টাকা চুরি করেছেন বলে অভিযোগ। তার জেরেই সহকর্মী ও এক বাউন্সারের মারধরেই বছর ৩৫-এর ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। টোল প্লাজার মধ্যেই ওই যুবককে মারধর করা হয় এবং সেই ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পুলিশ জানায়, মৃত যুবকের নাম বলবন্ত সিং (৩৫)। উত্তরপ্রদেশের গোন্ডার বাসিন্দা বলবন্ত আরাহ শহরের কুলহারিয়া টোল প্লাজায় কাজ করতেন। রবিবার রাতে ৫০ টাকা নিয়ে তাঁর সঙ্গে ওই টোল প্লাজার অন্যান্য কর্মীদের বিবাদ বাধে। তখনই সহকর্মী এবং এক বাউন্সারের মারধরে গুরুতর আহত হন বলবন্ত। তারপর তাঁকে ট্রেনে করে উত্তরপ্রদেশের গোন্ডায় নিয়ে আসা হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বলবন্তের মর্মান্তিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে তাঁর পরিবার, আত্মীয় সহ স্থানীয় বাসিন্দারা গোন্ডার কাটরা বাজার থানার বাইরে বিক্ষোভ দেখান। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। গোন্ডা থানার এএসপি শিবরাজ প্রজাপতি জানিয়েছেন, বলবন্ত সিংয়ের মৃত্যুর ঘটনা নিয়ে আরাহ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
ভোজপুরের এসপি প্রমোদ কুমার বলেন, “বলবন্ত সিংয়ের মৃত্যুর ঘটনায় কুলহারিয়া টোল প্লাজার কর্মী ও অভিযুক্ত বাউন্সারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বলবন্তের সহকর্মীরা চোর অপবাদে তাঁকে মারধর করছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।”