TruthT tell hackathon: ভুয়ো তথ্য ছড়ানো আটকাতে বড় উদ্যোগ নিল কেন্দ্র

TruthT tell hackathon:এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং ভারতীয় এআই মিশনের সিইও শ্রী অভিষেক সিং এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী সঞ্জীব শংকর সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

TruthT tell hackathon: ভুয়ো তথ্য ছড়ানো আটকাতে বড় উদ্যোগ নিল কেন্দ্র
ট্রুথ টেল হ্যকাথনImage Credit source: PIB

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 07, 2025 | 10:55 PM

ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সহযোগিতায় এবং ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশনের (ICEA) উদ্যোগে ঘোষণা হল ট্রুথ টেল হ্যকাথনের (TruthTell Hackathon) শীর্ষ পাঁচ বিজয়ীর নাম। টেকনোলজির মাধ্যমে নানা ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ে। যা আটকানো বিশ্বব্যাপী একটি চ্যালেঞ্জ। এই ভুয়ো তথ্য ও ‘ম্যানিউপুলেটেড’ তথ্য ছড়িয়ে পড়া আটকানোর বিরুদ্ধে কঠিন লড়াই। এই হ্যাকাথন আসন্ন বিশ্ব অডিও ভিজ্যুয়াল এবং এন্টারটেইনমেন্ট সামিট’ এর জন্য ‘ক্রিয়েট ইন ইন্ডিয়া’ (Create in India Challenge) এর একটি অংশ বিশেষ।

নয়া দিল্লির ‘ইন্ডিয়া হ্যবিট্যান্ট সেন্টারে’ একটি প্রদর্শনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। বিশ্বজুড়ে ৫৬০০ সংস্থা এর বিরুদ্ধে লড়াইয়ের মাধ্য়ম হিসেবে টেকনোলজি তৈরি করেছে। সাহায্য নেওয়া হয়েছে কৃত্রিমবুদ্ধিমত্তারও। এর মধ্যে সেরা পঁচিশ নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি হয়। যারা তাদের উদ্ভাবনী টেকনোলজি বিশেষজ্ঞদের একটি প্যানেলের সামনে উপস্থাপন করেন। প্যানেলের তরফে সেরা পাঁচ সংস্থাকে বেছে নেওয়া হয় এবং তাদের পুরস্কৃত করা হয়।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং ভারতীয় এআই মিশনের সিইও শ্রী অভিষেক সিং এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী সঞ্জীব শংকর সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান প্রসঙ্গে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী সঞ্জীব শঙ্কর জানান, ট্রুথটেল হ্যাকাথন আজকের ডিজিটাল যুগে ভুল তথ্যের কারণে সৃষ্ট চ্যালেঞ্জের মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। ভুল তথ্য সামাজিক সম্প্রীতির বিঘ্ন ঘটাতে পারে। তাই আমাদের কাছে তথ্যভিত্তিক সমাধান খুঁজে বের করা অত্যন্ত প্রয়োজন। যা ভুয়ো তথ্যকে চিহ্নিত করবে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে তাদের উদ্ভাবনী চিন্তাশক্তির জন্য শুভেচ্ছা জানাচ্ছি।