India Pakistan tension: ‘সুস্পষ্ট উদ্দেশ্যে মিথ্যে বলছে পাকিস্তান’, ছবি দেখিয়ে ফাঁস করল ভারত

India Pakistan tension: ভারতের সঙ্গে লড়াইয়ে এঁটে উঠতে না পারলেও মিথ্যা দাবি করে চলেছে পাকিস্তান। তাদের দাবি, হরিয়ানার সিরসা, রাজস্থানের সুরতগড় এবং উত্তর প্রদেশের আজমগড়ে বায়ুসেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

India Pakistan tension: সুস্পষ্ট উদ্দেশ্যে মিথ্যে বলছে পাকিস্তান, ছবি দেখিয়ে ফাঁস করল ভারত
পাকিস্তানের মিথ্যা দাবি ফাঁস করল ভারত

May 10, 2025 | 2:17 PM

নয়াদিল্লি: একদিকে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ করছে। আবার মিথ্যা তথ্যও তুলে ধরছে। ছবি-সহ পাকিস্তানের মিথ্যাচার সামনে আনল ভারত। স্পষ্ট জানিয়ে দিল, ভারতীয় বায়ুসেনা ঘাঁটি নিয়ে পাকিস্তানের দাবি সম্পূর্ণ মিথ্যা। শনিবার সাংবাদিক বৈঠকে সেনা ও সরকারের তরফে জানানো হল, ভারতের কোনও বায়ুসেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়নি।

গত ৭ মে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর পাকিস্তান বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ করছে। সীমান্তবর্তী একাধিক জায়গায় হামলা চালানোর চেষ্টা চালাচ্ছে। মিসাইল ছুড়ছে। ড্রোন হামলা চালাচ্ছে। ভারতীয় সেনা পাকিস্তানের প্রত্যেকটি হামলা প্রতিহত করেছে। পাকিস্তানের সমস্ত ড্রোন ধ্বংস করা হয়েছে।

ভারতের সঙ্গে লড়াইয়ে এঁটে উঠতে না পারলেও মিথ্যা দাবি করে চলেছে পাকিস্তান। তাদের দাবি, হরিয়ানার সিরসা, রাজস্থানের সুরতগড় এবং উত্তর প্রদেশের আজমগড়ে বায়ুসেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ছবি দেখিয়ে পাকিস্তানের মিথ্যে দাবি ফাঁস করল ভারত

শনিবার সাংবাদিক বৈঠকে পাকিস্তানের দাবিকে মিথ্যে বললেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এদিন কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং বিদেশ সচিব সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক বৈঠকে বেশ কয়েকটি ছবি দেখান বিদেশ সচিব। যেখানে দেখা যায়, ছবিগুলি সকাল ১০টা ৪৫ মিনিটের আশপাশে তোলা হয়েছে। তাঁরা সাংবাদিক বৈঠক শুরুর আগেই তোলা হয়েছে ছবিগুলি। যেখানে দেখা গিয়েছে, বায়ুসেনা ঘাঁটিগুলিতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সবকিছু স্বাভাবিক রয়েছে।

ছবি দেখিয়ে পাকিস্তানের মিথ্যে দাবি ফাঁস করল ভারত

ছবিগুলি দেখিয়ে বিদেশ সচিব বলেন, “সেনার একাধিক সম্পদ ধ্বংস করা নিয়ে পাকিস্তানের দাবি সম্পূর্ণ ভুয়ো। সিরসা, সুরতগড়, আজমগড়ে বায়ুসেনা ঘাঁটিকে ধ্বংস করার দাবি সম্পূর্ণ ভুয়ো। সবাইকে অনুরোধ করব, পাকিস্তানের মিথ্যে দাবিতে প্রভাবিত হবেন না। সুস্পষ্ট উদ্দেশ্যে এইসব দাবি করছে তারা।”