দেশের জাতীয় পশু হিসেবে বাড়তি গুরুত্ব তো রয়েছেই, জঙ্গল প্রেমীদের জন্য শরীরে বাঘের নাম শুনলে এখনও শিহরণ জেগে ওঠে। সোশ্যাল মিডিয়া মারফত বাঘের রাস্তা পারাপারের ভিডিয়ো সামনে এসেছে। বাঘকে রাস্তা পারাপারে সাহায্য করতে গিয়ে ট্রাফিক পুলিশ যে পদক্ষেপ করেছে, তা সকলের নজর কেড়েছে। আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান শুক্রবার গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, “শুধুমাত্র বাঘের জন্য গ্রিন সিগনাল। কী দারুণ মানুষজন। স্থান অজানা”। সোশ্যাল মিডিয়াতে প্রকাশের সঙ্গে সঙ্গে ভিডিয়োটি ভাইরাল হয়েছে এবং নেটিজ়েনদের প্রশংসা কুড়িয়েছে।
Green signal only for tiger. These beautiful people. Unknown location. pic.twitter.com/437xG9wuom
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 22, 2022
ভিডিয়োতে দেখা গিয়েছে, বাঘটির রাস্তা পার করার ঠিক আগের মুহূর্তে ট্রাফিক পুলিশ দু’তরফের বাইক আরোহীদের থামিয়ে তাদের চুপ করে থাকতে বলেন। ঠিক সেই সময়েই দেখা যায়, রাস্তার এক ধারের জঙ্গলে একটি গাছের পিছন থেকে বেরিয়ে এসে রাস্তা পার করে অন্য পাশের জঙ্গলে ঢুকে যায় বাঘটি। সেই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইক ও গাড়ির যাত্রীরা মোবাইল ক্যামেরায় বাঘের রাস্তা পারাপারের ছবি মোবাইল ক্যামেরায় তুল ধরেছিল। টুইটারে শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ ভিডিয়োটি দেখেছেন এবং শেয়ার করেছেন।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়া আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল উত্তর প্রদেশের বাহরাইচ জেলার গেরুয়া নদী পার করতে গিয়ে নদীর জলের স্রোতে ভেসে গিয়েছিল একটি বাঘ। কোনওক্রমে সাঁতার কেটে বাঘটি জঙ্গলে ফিরে যেতে সক্ষম হয়েছিল।