দূরপাল্লার ট্রেনে যাওয়ার সময় যাত্রীদের বেড রোল দেয় রেল। বেড রোলে থাকে। মূলত এসি কামরায় যাত্রা করার সময় দেওয়া হয় ওই বিছানাপত্র। ট্রেন থেকে নামার আগে সে সব জিনিস আবার ফিরিয়ে দিতে হয়। তবে অনেক যাত্রী সেগুলি না ফিরিয়ে ঢুকিয়ে নেন নিজেদের ব্যাগে। রেলের তরফ থেকে একাধিকবার এমন অভিযোগ উঠেছে। লক্ষ লক্ষ টাকার কম্বল, বালিশ এভাবেই চুরি হয়েছে ট্রেন থেকে। তবে এই ভুল না করাই ভাল। বেড রোল চুরি করলে হতে পারে কড়া শাস্তি। ধরা পড়লে জরিমানা ধার্য করতে পারে রেল, হতে পারে জেল পর্যন্ত।
আসলে বেড রোল বিষয়টি রেলওয়ের সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। রেলওয়ে সম্পত্র কিছু নির্দিষ্ট আইন আছে। সেই আইন অনুযায়ী ট্রেন থেকে পণ্য চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এই অপরাধের জন্য এক বছরের জেল এবং এক হাজার টাকা জরিমানা হতে পারে। জেল হতে পারে ৫ বছর পর্যন্তও।
তথ্য বলছে, শুধুমাত্র ২০১৭-১৮ সালেই ট্রেন থেকে চুরি হয়েছে ১.৯৫ লক্ষ তোয়ালে, ৮১ হাজার ৭৭৬টি বিছানার চাদর, ৫ হাজার ০৩৮টি বালিশের কভার এবং ৭ হাজার ৪৩টি কম্বল। একইভাবে প্রতি বছর বিপুল পরিমাণ বেডরোলের সামগ্রী চুরি হয় বলে অভিযোগ। রেলের দাবি, এভাবে চুরি হওয়া পণ্যের মূল্য প্রায় ১৪ কোটি টাকা।