Train Derailed: এ কী বিপত্তি! রেললাইন ছেড়ে প্ল্যাটফর্মে উঠে গেল ট্রেন, বিদ্যুৎস্পৃষ্ট ১ মহিলা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 27, 2023 | 11:31 AM

Mathura Junction: প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল। যাত্রীরা সবে ট্রেন থেকে নামেন, এমন সময়ই হঠাৎ গড়িয়ে এগোতে থাকে ট্রেনটি। এরপরই ইঞ্জিনটি প্ল্যাটফর্মে উঠে যায়। দুর্ঘটনায় এক মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হন।

Train Derailed: এ কী বিপত্তি! রেললাইন ছেড়ে প্ল্যাটফর্মে উঠে গেল ট্রেন, বিদ্যুৎস্পৃষ্ট ১ মহিলা
প্ল্যাটফর্মে উঠে গেল ট্রেন!
Image Credit source: ANI

Follow Us

লখনউ: ট্রেন আসছে, প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন যাত্রীরা। কিন্তু এ কী কাণ্ড, রেললাইন ছেড়ে ট্রেন উঠে গেল প্ল্যাটফর্মের (Platform) উপরে। অল্পের জন্য রক্ষা পেল শতাধিক প্রাণ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মথুরা জংশনে (Mathura Junction)। একটি লোকাল ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে উঠে যায়। আহত হন এক মহিলা। তবে কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। রেলওয়ের তরফে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আগ্রা ডিভিশনের এক আধিকারিক জানান, একটি ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন মথুরা জংশনের ২এ প্ল্যাটফর্মে উঠে যায়। জানা গিয়েছে, ট্রেনটি সাকুরবস্তি থেকে আসছিল। মথুরা জংশনে ট্রেনটি ঢুকতেই বিপত্তি ঘটে। গোত্তা খেয়ে ট্রেনের ইঞ্জিনটি প্ল্যাটফর্মের উপরে উঠে যায়। ইঞ্জিনটি প্ল্যাটফর্মে উঠে যেতেই ট্রেনটি অর্ধেক কাত হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল। যাত্রীরা সবে ট্রেন থেকে নামেন, এমন সময়ই হঠাৎ গড়িয়ে এগোতে থাকে ট্রেনটি। এরপরই ইঞ্জিনটি প্ল্যাটফর্মে উঠে যায়।

নর্থ সেন্ট্রাল রেলওয়ের আগ্রা ডিভিশনের জনসংযোগ আধিকারিত প্রশস্তি শ্রীবাস্তব বলেন, “দুর্ঘটনায় এক মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হন। এছাড়া আর কেউ আহত হননি। ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।”

আহত ওই মহিলার নাম উষা দেবী (৩৯)। তিনি ঝাঁসির বাসিন্দা। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঝাঁসিতে পাঠানোর ব্যবস্থা করা হয়।

অন্যদিকে, দুর্ঘটনার কারণ জানতে রেলের তরফে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে আপ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তবে ইঞ্জিনটি প্ল্যাটফর্ম থেকে নামানোর পর রেল চলাচল ফের স্বাভাবিক হয়।

Next Article