Pakistani Agents Arrested: রাওয়ালপিন্ডিতে ট্রেনিং, দিল্লিতে জঙ্গি হানার ছক! ধরা পড়ল ২ স্লিপার সেলের এজেন্ট

Terror Attack: ধৃতদের মধ্যে এক জনের নাম আনসারুল মিয়া আনসারি। ওই ব্যক্তি মিলিটারির গোপন তথ্য পাচার করত পাকিস্তানে।  দিল্লিতে বড়সড় সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। তার আগেই গোয়েন্দারা তাদের ধরে ফেলে।

Pakistani Agents Arrested: রাওয়ালপিন্ডিতে ট্রেনিং, দিল্লিতে জঙ্গি হানার ছক! ধরা পড়ল ২ স্লিপার সেলের এজেন্ট
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

May 22, 2025 | 11:42 AM

নয়া দিল্লি: সীমান্তে নয়, দেশের রাজধানীতেই সন্ত্রাস হামলার পরিকল্পনা ছিল। গোয়েন্দাদের তৎপরতায় এড়ানো গেল সেই হামলা। ধরা পড়ল দুই সন্দেহভাজন পাক জঙ্গি। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই পাঠিয়েছিল এদের। এমনটাই সূত্রের খবর।

জানা গিয়েছে, ধৃতদের মধ্যে এক জনের নাম আনসারুল মিয়া আনসারি। ওই ব্যক্তি মিলিটারির গোপন তথ্য পাচার করত পাকিস্তানে।  দিল্লিতে বড়সড় সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। তার আগেই গোয়েন্দারা তাদের ধরে ফেলে।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ধৃত এই পাকিস্তানি এজেন্টদের সম্পর্কে জানুয়ারি মাসেই খবর এসেছিল। গোপন সূত্রে খবর মিলেছিল, আইএসআই গুপ্তচর নেপালের পথ ধরে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করবে। ভারতীয় সেনার বিভিন্ন দফতর, ঘাঁটির তথ্য, ছবি ও জিওলোকেশন পাকিস্তানে পাচার করাই তাদের লক্ষ্য ছিল। দিল্লিতে স্লিপার সেল হিসাবে কাজ করছিল।

অন্যদিকে, আখলাক আজম নামক আরেক পাক চরকেও গ্রেফতার করা হয়েছে। রাঁচী থেকে জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, আনসারুলকে পাকিস্তানে সেনার গোপন তথ্য জানাতে সাহায্য করছিল।

গোয়েন্দা সূত্রে খবর, পহেলগাঁও হামলার আগেই দিল্লিতে হামলা চালানোর পরিকল্পনা করছিল পাকিস্তানের স্লিপার সেলের সদস্যরা। কিন্তু গত ফেব্রুয়ারিতেই আনসারি দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে যায়। তাঁর কাছ থেকে সেনা সংক্রান্ত গোপন তথ্য উদ্ধার করা হয়। নেপালের পথ দিয়েই পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

জানা গিয়েছে, আনসারুলের প্রশিক্ষণ রাওয়ালপিন্ডিতে হয়েছিল। আইএসআই তাঁকে ভারতের সেনার যাবতীয় গোপনীয় তথ্য সিডি-তে করে পাকিস্তানে পাঠাতে বলেছিল।