পরকীয়া সন্দেহে যুবক-যুবতীকে পোলে বেঁধে মার এলাকাবাসীর

জানা গিয়েছে, ওই মহিলা ২০ বছরের যুবতী। তুতো দাদা এবং বউদির সঙ্গে থাকতেন তিনি। ওই এলাকারই এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানা গিয়েছে।

পরকীয়া সন্দেহে যুবক-যুবতীকে পোলে বেঁধে মার এলাকাবাসীর
পোলে বেঁধে মার।Image Credit source: twitter

| Edited By: অংশুমান গোস্বামী

Aug 20, 2023 | 5:15 PM

আগরতলা: বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে মহিলা ও এক যুবককে মারধরের অভিযোগ উঠল এলাকাবাসীর বিরুদ্ধে। ইলেকট্রিক পোলে বেঁধে ওই দুজনকে মারধরের অভিযোগ উঠেছে। সেই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, চুলের মুঠি ধরে ওই মহিলাকে মারধর করা হচ্ছে। শনিবার এই ঘটনা ঘটেছে ত্রিপুরার বেলোনিয়া শহরে।

জানা গিয়েছে, ওই মহিলা ২০ বছরের যুবতী। তুতো দাদা এবং বউদির সঙ্গে থাকতেন তিনি। ওই এলাকারই এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানা গিয়েছে। তবে ওই যুবক বিবাহিত এবং তাঁর দুটি সন্তান রয়েছে। শনিবার তাঁদের দুজনকে একসঙ্গে দেখতে পান এলাকাবাসী। তার পরই তাঁদেরকে ধরে ইলেক্ট্রিক পোলে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। সে সময় কেউ তাঁদের সাহায্য করতে আসেনি বলে অভিযোগ। সেখানে সালিশি বৈঠক বসানোরও অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল পুলিশ। পুলিশ এসে নিগ্রহনের শিকার হওয়া দুজনকে উদ্ধার করে। ঘটনা নিয়ে মামলা দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যেই বেশ কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছ। ধৃতদের মধ্যে রয়েছে ওই যুবতীর দাদা ও বৌদিও।