আগরতলা: বামেদের নিয়ে টানাটানি শুধু এই রাজ্যেই নয়, পড়শি রাজ্যেও চলছে। এবার ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha) বাম নেতা-কর্মীদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন। রবিবার দক্ষিণ ত্রিপুরার কাকরাবনে বিজেপির জন বিশ্বাস সভায় বক্তৃতা দিচ্ছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। চলতি বছরেই সেখানে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এদিন ঝাঁঝালো ভাষণ দিতে দেখা গেল মানিক সাহাকে। সঙ্গে বামেদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বললেন, বিজেপি হল গঙ্গার মতো। এখানে ডুব দিয়ে নিজেদের সব পাপস্খলন করার জন্য বাম নেতা-কর্মীদের কাছে বার্তা দিলেন মানিক।
বললেন, “যাঁরা এখনও স্তালিন ও লেনিনের মতাদর্শে বিশ্বাস করেন, তাঁদের প্রতি আমার আবেদন, বিজেপিতে যোগ দিন। কারণ এটি গঙ্গার মতো। গঙ্গায় পবিত্র স্নান করলে সব পাপ ধুয়ে মুছে যায়।” সঙ্গে মানিক সাহার আরও সংযোজন, “ট্রেনের কামরা এখনও জায়গা ফাঁকা আছে। সেখানে এসে বসুন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবেন।” পাশাপাশি অতীতে ত্রিপুরার বাম জমানায় পড়শি রাজ্যের অবস্থা নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাঁর অভিযোগ, বামপন্থীরা মানুষের গণতান্ত্রিক অধিকারকে দমন করে রেখে বছরের পর বছর ধরে ত্রিপুরায় রাজত্ব করেছে।
মানিক সাহার অভিযোগ, “কমিউনিস্ট শাসনকালে কোনও গণতন্ত্র ছিল না। তারা শুধু হিংসার রাজনীতিতে বিশ্বাস করে। বাম জমানায় দক্ষিণ ত্রিপুরা জেলায় ৬৯ জন বিরোধী নেতার হত্যা হয়েছে। কাকরাবনও তার ব্যতিক্রম নয়, এখানেও অনেক রাজনৈতিক হত্যা হয়েছে অতীতে।”
প্রসঙ্গত, এদিন গঙ্গার সঙ্গে বিজেপিকে তুলনা করে, সব পাপ ধুয়ে ফেলার যে বার্তা মানিক সাহা করেছেন, তা অবশ্য বঙ্গ রাজনীতির আঙিনায় নতুন নয়। পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনের আগে যখন দলবদলের হিড়িক পড়ে গিয়েছিল, তখন তৃণমূল শিবির বার বার ‘ওয়াশিং মেশিন’ তত্ত্ব উসকে দিয়েছিল। এবার খানিক সেই ধরনের কথাই শোনা গেল পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রীর গলায়।