Tripura TMC: আগরতলায় অভিষেকের সভার জন্য ১৫ দফা শর্ত বেঁধে দিল পুলিশ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 30, 2021 | 4:16 PM

TMC Public Meeting at Tripura: যাঁরা সভায় যোগ দিতে যাবেন, অর্থাৎ, তৃণমূলের কর্মী, সমর্থকদের জন্য যাতে কোনওভাবেই রাস্তায় যানজট তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে। এর দায়িত্ব তৃণমূল নেতৃত্বের। তার জন্য তৃণমূলকে রাস্তায় পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নামাতে হবে।

Tripura TMC: আগরতলায় অভিষেকের সভার জন্য ১৫ দফা শর্ত বেঁধে দিল পুলিশ
ত্রিপুরায় অভিষেকের সভার প্রস্তুতি (ছবি - ত্রিপুরা তৃণমূলের টুইটার)

Follow Us

আগরতলা : আগামিকাল ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেকের ত্রিপুরা যাত্রা আগে একের পর এক জটিলতা। অবশেষে ত্রিপুরায় সভা করার অনুমতি দিয়েছে সেখানকার পুলিশ। তবে বেঁধে দেওয়া হয়েছে একগুচ্ছ শর্ত। অভিষেকের ত্রিপুরায় সভা করার আগে ১৫ দফা শর্ত জানিয়ে দিয়েছে ত্রিপুরা পুলিশ। সেই শর্ত পূরণ হলে, তবেই করা যাবে সভা।

পুলিশের তরফে যে যে শর্তগুলি রাখা হয়েছে, তার মধ্যে প্রথমেই বলা হয়েছে, সভাকে ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রেখে সভা করতে হবে। সভার জন্য যে স্থান, সময়, এবং যে পথে সভাস্থলে যাওয়ার কথা, তা কঠোরভাবে মেনে চলতে হবে। যাঁরা সভায় যোগ দিতে যাবেন, অর্থাৎ, তৃণমূলের কর্মী, সমর্থকদের জন্য যাতে কোনওভাবেই রাস্তায় যানজট তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে। এর দায়িত্ব তৃণমূল নেতৃত্বের। তার জন্য তৃণমূলকে রাস্তায় পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নামাতে হবে।

সভাস্থলে যাওয়ার সময়, তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকদের মোটর ভেকলস আইন মেনে চলতে হবে। গাড়ির ছাদে বসে সভাস্থলে যাওয়া যাবে না। কোনও কর্মী, সমর্থক যাতে লাঠি, ছুড়ি, দা, মশাল বা অন্য কোনও অস্ত্র নিয়ে সভাস্থলের উদ্দেশে না রওনা দেয়, তা নিশ্চিত করার দায়িত্ব তৃণমূল নেতৃত্বের। এর পাশাপাশি, হাসপাতাল, নার্সিং হোম, শিক্ষা প্রতিষ্ঠীন, আদালত কিংবা ধর্মীয় স্থানগুলির সামনে দিয়ে মিছিল করে যাওয়ার সময় কোনও স্লোগান দেওয়া যাবে না। মিছিল থেকে বা সভা থেকে এমন কোনওরকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, যা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে নষ্ট করে। এমন কোনও গানও চালানো যাবে না।

পুলিশের পাঠানো ওই শর্তাবলীর তালিকায় আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্টে থেকে লাউড স্পিকারের যে গাইডলাইন বেধে দেওয়া হয়েছে, তা কঠোরভাবে মেনে চলতে হবে। লাউড স্পিকারের শব্দ যেন কোনওভাবেই লাগামছাড়া না হয়। রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কোনওরকম মাইক, লাউড স্পিকার ব্যবহার করা যাবে না।

আরও বলা হয়েছে, পুলিশ চাইলে সভার উদ্যোক্তাদের থেকে অনুমতিপত্র দেখতে চাইতে পারে। এমনটা হলে, সেই অনুমতিপত্র অবশ্যই দেখাতে হবে পুলিশকে। সভার অত্যন্ত দুই কর্মদিবস আগে তাঁদের সভার জন্য অনুমতি চাইতে হবে। সভার অনুমতি চেয়ে আবেদনপত্রে যে সংখ্যক কর্মী, সমর্থকের উপস্থিতির কথা বলা হবে, তার থেকে বেশি লোকের উপস্থিতি যেন কোনওভাবেই না থাকে।

সাম্প্রতিককালে বাংলার রাজনীতির সঙ্গে জড়িয়ে গিয়েছে ত্রিপুরার (Tripura) নাম। তৃণমূল (TMC) নেতারা জমি শক্ত করতে বারবার যাচ্ছেন এই পড়শি রাজ্যে। তবে এবার ত্রিপুরা সরকারের নির্দেশ সে রাজ্যে প্রবেশ করতে গেলে করোনা (Covid) পরীক্ষা করিয়ে তবেই যেতে হবে। বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যের জন্য এই নিয়ম জারি করেছে ত্রিপুরার সরকার। গতকালই সেই নির্দেশিকা দেওয়া হয়েছে। এরই মধ্যে রবিবার ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে এই নির্দেশিকাকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা।

আরও পড়ুন : TMC in Tripura: উস্কানির অভিযোগে তলব, গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন কুণাল ঘোষ

Next Article