জীবন কখন কোন মোড়ে দাঁড় করিয়ে দেয় কে বলতে পারে! যা কিছু অতি সামান্য, অতি তুচ্ছ তাই যে কোনও সময় বিরাট বড় হয়ে যেতে পারে। এই যেমন মটর পনির। মটর পনিরের মতো নিরামিষ নিরীহ একটা নাম যে দক্ষযজ্ঞ বাধাতে পারে তা নিশ্চয় না দেখলে অনেকেরই বিশ্বাস হবে না। ভাঙা হচ্ছে একের পর এক চেয়ার, তুমুল চিৎকার চেঁচামেচি, উত্তপ্ত গোটা এলাকা। মাথায় উঠেছে খাওয়া-দাওয়া। চলছে তুমুল গালিগালাজ। তছনছ হয়ে গিয়েছে যাবতীয় আড়ম্বর। একপক্ষ অন্য পক্ষের উপর চড়াও হচ্ছে। চলছে হাতাহাতি। ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে সেই ভিডিয়ো।
সূত্রের খবর, যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেটি আদপে একটি বিয়েবাড়ির। সন্ধ্যা থেকেই জমিয়ে চলছিল খাওয়া-দাওয়া। খানিক পরেই শেষ হয়ে যায় মটর পনির। খবর রটতেই শুরু হয়ে যায় মারামারি। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় বিয়েবাড়ির যাবতীয় আয়োজন। এরপর নাকি আগুনও ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যাপক আর্থিক ক্ষতিও হয়। অনেকেই বলছেন, আমরা ভাবতেই পারিনি সামান্য মটর পনিরের জন্য এত বড় ঘটনা ঘটে যাবে।
তবে বিয়েবাড়িতে এমন তোলপাড় কাণ্ড দেশে এই প্রথম নয়। এর আগেও উত্তর প্রদেশে এমন একটা ঘটনা দেখা গিয়েছে। বাগপাতে একটি বিয়েবাড়িতে খাবার কম নিয়ে তুলকালাম কাণ্ড দেখা গিয়েছিল। অন্যদিকে আবার বিয়ের ভোজে বরযাত্রীদের পাতে খাসির মাংস না পড়াতে বিয়ে বাতিল করে দিতে দেখা গিয়েছিল বরকে। আগের পাত্রীকে বাতিল করে আবার অন্য এক মেয়েকে বিয়ে করে বাড়ি ফিরেছিলেন তিনি। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছিল ওড়িশায়।
জীবন কখন কোন মোড়ে দাঁড় করিয়ে দেয় কে বলতে পারে! যা কিছু অতি সামান্য, অতি তুচ্ছ তাই যে কোনও সময় বিরাট বড় হয়ে যেতে পারে। এই যেমন মটর পনির। মটর পনিরের মতো নিরামিষ নিরীহ একটা নাম যে দক্ষযজ্ঞ বাধাতে পারে তা নিশ্চয় না দেখলে অনেকেরই বিশ্বাস হবে না। ভাঙা হচ্ছে একের পর এক চেয়ার, তুমুল চিৎকার চেঁচামেচি, উত্তপ্ত গোটা এলাকা। মাথায় উঠেছে খাওয়া-দাওয়া। চলছে তুমুল গালিগালাজ। তছনছ হয়ে গিয়েছে যাবতীয় আড়ম্বর। একপক্ষ অন্য পক্ষের উপর চড়াও হচ্ছে। চলছে হাতাহাতি। ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে সেই ভিডিয়ো।
সূত্রের খবর, যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেটি আদপে একটি বিয়েবাড়ির। সন্ধ্যা থেকেই জমিয়ে চলছিল খাওয়া-দাওয়া। খানিক পরেই শেষ হয়ে যায় মটর পনির। খবর রটতেই শুরু হয়ে যায় মারামারি। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় বিয়েবাড়ির যাবতীয় আয়োজন। এরপর নাকি আগুনও ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যাপক আর্থিক ক্ষতিও হয়। অনেকেই বলছেন, আমরা ভাবতেই পারিনি সামান্য মটর পনিরের জন্য এত বড় ঘটনা ঘটে যাবে।
তবে বিয়েবাড়িতে এমন তোলপাড় কাণ্ড দেশে এই প্রথম নয়। এর আগেও উত্তর প্রদেশে এমন একটা ঘটনা দেখা গিয়েছে। বাগপাতে একটি বিয়েবাড়িতে খাবার কম নিয়ে তুলকালাম কাণ্ড দেখা গিয়েছিল। অন্যদিকে আবার বিয়ের ভোজে বরযাত্রীদের পাতে খাসির মাংস না পড়াতে বিয়ে বাতিল করে দিতে দেখা গিয়েছিল বরকে। আগের পাত্রীকে বাতিল করে আবার অন্য এক মেয়েকে বিয়ে করে বাড়ি ফিরেছিলেন তিনি। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছিল ওড়িশায়।