Labour death: ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল দ্রুত গতির ট্রাক, মৃত ৫

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 03, 2023 | 7:22 AM

Maharashtra News: অন্যন্য দিনের মতো রবিবার রাতেও কাজ শেষ করে নাগপুর-মুম্বই ৬ নম্বর জাতীয় সড়কের পাশে শুয়ে ঘুমোতে যান। ভোর সাড়ে ৫টা নাগাদ দ্রুত গতির একটি ট্রাক এসে তাঁদের পিষে দেয়। ট্রাকটি একেবারে রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে আসে এবং ঘুমন্ত শ্রমিকদের পিষে দেয়।

Labour death: ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল দ্রুত গতির ট্রাক, মৃত ৫
ফুটপাতের উপর উঠে এসে শ্রমিকদের পিষে দিল ট্রাক।
Image Credit source: twitter

Follow Us

মুম্বই: কাজ করার পর রাস্তাতেই শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন নির্মাণ শ্রমিকেরা। সেই ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল দ্রুত গতির ট্রাক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) বুলধানা জেলায়। ঘটনায় মৃত্যু হয়েছে ৫ শ্রমিকের। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ২১ শ্রমিক।

পুলিশ জানায়, বুলধানা জেলার ওয়াদনার ভোলজি গ্রামে ৬ নম্বর জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে। সেই কাজে নিযুক্ত শ্রমিকেরা রাস্তার পাশেই রাতে থাকেন। অন্যন্য দিনের মতো রবিবার রাতেও কাজ শেষ করে নাগপুর-মুম্বই ৬ নম্বর জাতীয় সড়কের পাশে শুয়ে ঘুমোতে যান। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ দ্রুত গতির একটি ট্রাক এসে তাঁদের পিষে দেয়। ট্রাকটি একেবারে রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে আসে এবং ঘুমন্ত শ্রমিকদের পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ শ্রমিকের। গুরুতর আহত হন আরও ২ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করলে সেখানে মৃত্যু হয়। আহত আরও ৫ শ্রমিক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, শ্রমিকদের পিষে দেওয়ার ঘটনার পর থেকে পলাতক ঘাতক ট্রাক চালক। তার বিরুদ্ধে নান্দুরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার খোঁজে তদন্ত চলছে বলে বুলধানা জেলার পুলিশ আধিকারিক জানিয়েছেন।

Next Article