
ভোপাল: হায় রে মানবিকতা! দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে রয়েছে ট্রাক চালক-সহকারী, তাদের সাহায্যই করতে এল না কেউ। সবাই ব্যস্ত ট্রাক থেকে উল্টে পড়া জিনিসপত্র লুট করতে! লোকজন গাড়ি নিয়ে এসে ড্রামের পর ড্রাম সর্ষের তেল নিয়ে গেল, তবুও আহতদের গাড়িতে নিয়ে হাসপাতালে গেল না। ঘটনাস্থলেই পড়ে থেকে মৃত্যু হল ট্রাকের সহকারীর। আশঙ্কাজনক অবস্থা চালকের।
অমানবিকতার এমনই চিত্র দেখল ভোপাল। রবিবার মধ্য প্রদেশের ভোপালে জাতীয় সড়কের উপরে দুর্ঘটনা ঘটে। একটি ডাম্পারে ধাক্কা মেরে উল্টে যায় একটি ট্রাক। গুরুতর জখম হন ট্রাকের চালক ও সহকারী। চালক ট্রাক থেকে ছিটকে রাস্তায় পড়েন। ভিতরে দুমড়ে-মুচড়ে যাওয়া কেবিনে আটকে পড়েন সহকারী।
যন্ত্রণায় যখন তাঁরা কাতরাচ্ছেন, সাহায্যের কাতর আর্জি জানাচ্ছেন, তখন আশপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও, কেউ তাদের সাহায্য করতে আসেনি। বরং সকলে ব্যস্ত হয়ে পড়েন ট্রাক থেকে উল্টে পড়া সর্ষের তেল লুট করতে। স্থানীয় বাসিন্দারা গাড়ি নিয়ে এসে তেল লুট করে নিয় যায়। নিজেদের মধ্যে মারপিটও শুরু করে দেয় তেল নিয়ে কাড়াকাড়ি করতে। তবুও কারোর নজর যায়নি ট্রাকের ভিতরে আটকে পড়া সহকারীর উপরে। ওখানেই আটকে থেকে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে ওই ব্যক্তির মৃত্যু হয়।
পরে পুলিশ এসে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ক্রেন দিয়ে ট্রাকটিকে তোলা হয়। ভিতরের অংশ কেটে সহকারীর মৃতদেহ উদ্ধার করা হয়। চালকের অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, সর্ষের তেল বোঝাই ওই ট্রাকটি রাজস্থান থেকে নাগপুরের দিকে যাচ্ছিল। ট্রাক চালাতে চালাতে চালকের চোখ লেগে যায় ঘুমে। এরপরই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে এমনটাই জানা গিয়েছে।