TV9 CEO Barun Das: ‘দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা কর্নাটকের’, বললেন টিভি৯ নেটওয়ার্কের সিইও বরুণ দাস

বক্তৃতার শুরুতেই ১০০ দিন পার করার জন্য সিদ্দারামাইয়া সরকারকে অভিনন্দন জানিয়েছেন বরুণ দাস। এর পর দক্ষিণ ভারতের সমৃদ্ধিতে কর্নাটকের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। এ বিষয়ে বরুণ দাস বলেন, “দক্ষিণ ভারতের সমৃদ্ধিতে কর্নাটক বড় ভূমিকা পালন করে। বৈচিত্র্য, সংস্কৃতি এবং ঐক্যের জন্য অন্য রাজ্যগুলির কাছে মডেল হয়েছে কর্নাটক।"

| Edited By: অংশুমান গোস্বামী

Sep 15, 2023 | 8:05 PM

বেঙ্গালুরু: কর্নাটকে কংগ্রেস সরকার ১০০ দিন পূর্ণ করেছে। এই উপলক্ষ্যে কর্নাটক রাজ্য সামিট ২০২৩-এর আয়োজন করেছে টিভি৯ কর্নাটক চ্যানেল। বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলে ‘কানাসিনা কারুনাড়ু’ অনুষ্ঠানের উদ্বোধন করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন টিভি নেটওয়ার্কের সিইও এবং এমডি বরুণ দাস। টিভি৯ নেটওয়ার্কের সিইও ও এমডি-র সেই বক্তব্যে উঠে এসেছে কর্নাটক রাজ্যের সমৃদ্ধি-সহ একাধিক বিষয়।

বক্তৃতার শুরুতেই ১০০ দিন পার করার জন্য সিদ্দারামাইয়া সরকারকে অভিনন্দন জানিয়েছেন বরুণ দাস। এর পর দক্ষিণ ভারতের সমৃদ্ধিতে কর্নাটকের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। এ বিষয়ে বরুণ দাস বলেন, “দক্ষিণ ভারতের সমৃদ্ধিতে কর্নাটক বড় ভূমিকা পালন করে। বৈচিত্র্য, সংস্কৃতি এবং ঐক্যের জন্য অন্য রাজ্যগুলির কাছে মডেল হয়েছে কর্নাটক। আপনি যেখান থেকেই আসুন না কেন, কর্নাটককে অন্য জায়গা বলে মনে হয় না। গত ৪০ বছর ধরে তথ্যপ্রযুক্তির ক্ষেত্র হিসাবে পরিচিতি পেয়েছে। স্টার্ট আপেরও অন্যতম কেন্দ্র হয়েছে এটি। কর্নাটককে মডেল রাজ্য বানাতে বেঙ্গালুরু ও মহীশূরের খ্যাতি বড় ভূমিকা পালন করেছে।” উন্নয়নের জন্য কর্নাটক বিখ্যাত বলে জানিয়েছেন টিভি৯ নেটওয়ার্কের সিইও ও এমডি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কর্নাটককে ভাল প্ল্যাটফর্ম বলেও মনে করেন তিনি।

উৎপাদন ক্ষেত্রে কর্নাটকে প্রতিযোগিতার বিষয়টিও নজর এড়ায়নি বরুণ দাসের। এ বিষয়ে তিনি বলেন, “উৎপাদন ক্ষেত্রে কর্নাটকের ভূমিকা উল্লেখযোগ্য। দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। উৎপাদন ক্ষেত্র পূর্ণমাত্রায় কাজ করলে, দেশের জিডিপি-তে এ রাজ্যের অবদান সবথেকে বেশি হবে বলে আমার বিশ্বাস। দেশের ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্নও সত্যি হবে।”

কোনও রাজ্যের উন্নয়নে একসঙ্গে সকলকে কাজ করতে হয় বলে মনে করেন বরুণ দাস। এই প্রসঙ্গে টিভি৯ নেটওয়ার্কের কথাও উঠে আসে তাঁর কথায়। তিনি বলেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সর্ববৃহৎ খবরের নেটওয়ার্কের নেতৃত্ব দিই আমি। সাড়ে তিন হাজার সহকর্মীর সঙ্গে কাজ করি। অনেক সময় আমাদের মধ্যে প্রতিযোগিতা হয়। শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য আমাদের প্রতিযোগিতার মধ্যে কাজ করতে হয়। কিন্তু দিনের শেষে আমি বলি, আমরা সবাই এক লক্ষ্যে কাজ করছি। সে জন্যই হয় আমরা সবাই একসঙ্গে জিতব বা একসঙ্গে হারব। প্রতিষ্ঠান হিসাবে সরকারি প্রশাসনের সঙ্গে আমাদের তুলনা হয় না। কিন্তু আমাদের সবার স্বপ্ন এক। তা হল ভারতকে আন্তর্জাতিক স্তরে পৌঁছনো।” এই সামিট থেকে যে আলোচনা হবে তা উন্নতির পথ দেখাবে বলেও আশাবাদী বরুণ দাস। এ ব্যাপারে কর্নাটকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, “কর্নাটক কেবল একটি রাজ্য নয়। এটা উন্নতির প্রতীক। এর আছে অদম্য অঙ্গীকার। কর্নাটকের সম্ভাবনার উপর সকলের বিশ্বাস রয়েছে। এই রাজ্যের ভবিষ্যতের অধ্যায়কে উল্লেখযোগ্য করে তুলতে আসুন আমরা সকলে হাত ধরে এগিয়ে যাই।” মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রিসভার অন্য সদস্যদের শুভেচ্ছা জানিয়ে নিজের বক্তৃতা শেষ করেন টিভি৯ নেটওয়ার্কের সিইও ও এমডি।

বেঙ্গালুরু: কর্নাটকে কংগ্রেস সরকার ১০০ দিন পূর্ণ করেছে। এই উপলক্ষ্যে কর্নাটক রাজ্য সামিট ২০২৩-এর আয়োজন করেছে টিভি৯ কর্নাটক চ্যানেল। বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলে ‘কানাসিনা কারুনাড়ু’ অনুষ্ঠানের উদ্বোধন করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন টিভি নেটওয়ার্কের সিইও এবং এমডি বরুণ দাস। টিভি৯ নেটওয়ার্কের সিইও ও এমডি-র সেই বক্তব্যে উঠে এসেছে কর্নাটক রাজ্যের সমৃদ্ধি-সহ একাধিক বিষয়।

বক্তৃতার শুরুতেই ১০০ দিন পার করার জন্য সিদ্দারামাইয়া সরকারকে অভিনন্দন জানিয়েছেন বরুণ দাস। এর পর দক্ষিণ ভারতের সমৃদ্ধিতে কর্নাটকের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। এ বিষয়ে বরুণ দাস বলেন, “দক্ষিণ ভারতের সমৃদ্ধিতে কর্নাটক বড় ভূমিকা পালন করে। বৈচিত্র্য, সংস্কৃতি এবং ঐক্যের জন্য অন্য রাজ্যগুলির কাছে মডেল হয়েছে কর্নাটক। আপনি যেখান থেকেই আসুন না কেন, কর্নাটককে অন্য জায়গা বলে মনে হয় না। গত ৪০ বছর ধরে তথ্যপ্রযুক্তির ক্ষেত্র হিসাবে পরিচিতি পেয়েছে। স্টার্ট আপেরও অন্যতম কেন্দ্র হয়েছে এটি। কর্নাটককে মডেল রাজ্য বানাতে বেঙ্গালুরু ও মহীশূরের খ্যাতি বড় ভূমিকা পালন করেছে।” উন্নয়নের জন্য কর্নাটক বিখ্যাত বলে জানিয়েছেন টিভি৯ নেটওয়ার্কের সিইও ও এমডি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কর্নাটককে ভাল প্ল্যাটফর্ম বলেও মনে করেন তিনি।

উৎপাদন ক্ষেত্রে কর্নাটকে প্রতিযোগিতার বিষয়টিও নজর এড়ায়নি বরুণ দাসের। এ বিষয়ে তিনি বলেন, “উৎপাদন ক্ষেত্রে কর্নাটকের ভূমিকা উল্লেখযোগ্য। দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। উৎপাদন ক্ষেত্র পূর্ণমাত্রায় কাজ করলে, দেশের জিডিপি-তে এ রাজ্যের অবদান সবথেকে বেশি হবে বলে আমার বিশ্বাস। দেশের ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্নও সত্যি হবে।”

কোনও রাজ্যের উন্নয়নে একসঙ্গে সকলকে কাজ করতে হয় বলে মনে করেন বরুণ দাস। এই প্রসঙ্গে টিভি৯ নেটওয়ার্কের কথাও উঠে আসে তাঁর কথায়। তিনি বলেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সর্ববৃহৎ খবরের নেটওয়ার্কের নেতৃত্ব দিই আমি। সাড়ে তিন হাজার সহকর্মীর সঙ্গে কাজ করি। অনেক সময় আমাদের মধ্যে প্রতিযোগিতা হয়। শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য আমাদের প্রতিযোগিতার মধ্যে কাজ করতে হয়। কিন্তু দিনের শেষে আমি বলি, আমরা সবাই এক লক্ষ্যে কাজ করছি। সে জন্যই হয় আমরা সবাই একসঙ্গে জিতব বা একসঙ্গে হারব। প্রতিষ্ঠান হিসাবে সরকারি প্রশাসনের সঙ্গে আমাদের তুলনা হয় না। কিন্তু আমাদের সবার স্বপ্ন এক। তা হল ভারতকে আন্তর্জাতিক স্তরে পৌঁছনো।” এই সামিট থেকে যে আলোচনা হবে তা উন্নতির পথ দেখাবে বলেও আশাবাদী বরুণ দাস। এ ব্যাপারে কর্নাটকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, “কর্নাটক কেবল একটি রাজ্য নয়। এটা উন্নতির প্রতীক। এর আছে অদম্য অঙ্গীকার। কর্নাটকের সম্ভাবনার উপর সকলের বিশ্বাস রয়েছে। এই রাজ্যের ভবিষ্যতের অধ্যায়কে উল্লেখযোগ্য করে তুলতে আসুন আমরা সকলে হাত ধরে এগিয়ে যাই।” মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রিসভার অন্য সদস্যদের শুভেচ্ছা জানিয়ে নিজের বক্তৃতা শেষ করেন টিভি৯ নেটওয়ার্কের সিইও ও এমডি।