TV9 Education Expo 2025: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন? কোন কোর্স নিয়ে পড়লে উজ্জ্বল হবে ভবিষ্যৎ? হদিস দিল টিভি৯ এডুকেশন এক্সপো

TV9 Education Expo 2025: টিভি৯ কন্নড় আয়োজিত এই শিক্ষা সম্মেলনে দেশের মোট ৮২টি কলেজ এবং নামীদামি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল। বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় তাদের নিজ নিজ স্টলে উচ্চশিক্ষা এবং কোর্স সম্পর্কে শিক্ষার্থীদের পরামর্শ দেয়।

TV9 Education Expo 2025: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন? কোন কোর্স নিয়ে পড়লে উজ্জ্বল হবে ভবিষ্যৎ? হদিস দিল টিভি৯ এডুকেশন এক্সপো
TV9 এডুকেশন এক্সপো।Image Credit source: TV9 ভারতবর্ষ

|

Apr 06, 2025 | 11:34 AM

বেঙ্গালুরু: স্কুলের গণ্ডি পার করার পর কী নিয়ে পড়বেন? কোন কোর্সে ভবিষ্যতে থাকবে প্রচুর চাকরির সুযোগ, শিক্ষার্থীদের জন্য এই উত্তরই খুঁজল টিভি৯ এডুকেশন এক্সপো। দেশের ভিতর থেকে শুরু করে বিদেশে উচ্চশিক্ষার নানা অপশনই তুলে ধরা হয় পড়ুয়াদের সামনে।

৪ থেকে ৬ এপ্রিল বেঙ্গালুরুর ত্রিপুরাবাসিনী প্যালেস গ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল এডুকেশন এক্সপোর। তিনদিনের এই সম্মেলনে উচ্চশিক্ষার বিভিন্ন কোর্স ও কেরিয়ার নিয়ে পরামর্শ দেন বিশিষ্টজনেরা।

টিভি৯ কন্নড় আয়োজিত এই শিক্ষা সম্মেলনে দেশের মোট ৮২টি কলেজ এবং নামীদামি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল। বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় তাদের নিজ নিজ স্টলে উচ্চশিক্ষা এবং কোর্স সম্পর্কে শিক্ষার্থীদের পরামর্শ দেয়।

এডুকেশন এক্সপোতে অংশ নিয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ও। বিদেশে পড়াশোনা নিয়ে বিভিন্ন পরামর্শদাতা সংস্থা যেমন, ডক্টর অ্যাব্রড, আলফা অ্যাব্রড, এলিট ওভারসিজ, লার্নটেক ইত্যাদি অংশগ্রহণ করছিল।

পড়ুয়াদের সুবিধার জন্য এই বছরের এডুকেশন এক্সপোতে সকল কলেজে স্পট অ্যাডমিশনের ব্যবস্থা করা হয়েছিল। এডুকেশন এক্সপার্টরা CET, NEET, JEE, KEA এবং অন্যান্য বিষয় সম্পর্কে পড়ুয়াদের বোঝান।

এই বছরের TV9 এডুকেশন এক্সপোতে ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, ম্যানেজমেন্ট, অ্যানিমেশন সম্পর্কে আরও তথ্য তুলে ধরা হয়। বিভিন্ন লার্ন টেক কোম্পানি TV9 এডুকেশন এক্সপোতে অংশগ্রহণ করেছিল।

পড়ুয়াদের সঙ্গে অভিভাবকরাও এই এক্সপোয় এসেছিলেন। তারা ভর্তি প্রক্রিয়া, কাটঅফ শতাংশ এবং তাদের সন্তানের ভবিষ্যতের জন্য কোন কোর্সগুলি সেরা বিকল্প, তা নিয়ে বেশ মনোযোগ দিয়ে দেখেন।