Festival of India: দিল্লিতে কলকাতার দুর্গাপুজোর আমেজ, ফেস্টিভাল অব ইন্ডিয়ায় মজে দর্শনার্থীরা
Festival of India: ১৩ অক্টোবর পর্যন্ত চলবে টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া। এই পাঁচদিন নানা অনুষ্ঠান রয়েছে। রয়েছে নানা প্রতিযোগিতা। দর্শনার্থীদের নিজেদের পছন্দমতো কেনাকাটার জন্য রয়েছে ২৫০-টির বেশি দেশ-বিদেশের স্টল।
দ্বিতীয় বর্ষে পা দিয়েছে টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া। ৯ অক্টোবর দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে এই উৎসবের সূচনা হয়। দিল্লির সবচেয়ে বড় দুর্গাপুজো হচ্ছে এখানেই। এবার ফেস্টিভাল অব ইন্ডিয়ায় দেশ-বিদেশের ২৫০-টির বেশি স্টল রয়েছে। এখানে ঘর সাজানোর সামগ্রী থেকে জামাকাপড় সব পাওয়া যাবে। দর্শনার্থীরা নিজেদের পছন্দমতো কেনাকাটা করতে পারেন। রয়েছে ভারতের নানা প্রান্তের খাবারও। যাঁরা কলকাতায় দুর্গাপুজোর সময় যেতে পারছেন না, তাঁরা টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়ায় তার স্বাদ পাবেন। ৯ অক্টোবর উৎসবের সূচনা করেন TV9 নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাস। ১৩ অক্টোবর পর্যন্ত চলবে ফেস্টিভাল অব ইন্ডিয়া। পাঁচদিন ব্যাপী নানা অনুষ্ঠান, প্রতিযোগিতাও রয়েছে।