নয়া দিল্লি: পুজোর মরশুম আরও রঙিন করে তুলছে TV9 নেটওয়ার্ক। আগামী ২০ অক্টোবর থেকে দিল্লিতে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ অনুষ্ঠানের আয়োজন করছে TV9 নেটওয়ার্ক। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত উৎসবের মেজাজকে আরও বাড়িয়ে তুলবে টিভি নাইন নেটওয়ার্কের এই উদ্যোগ। পাঁচদিন ধরে চলা এই অনুষ্ঠানে কোনও প্রবেশমূল্য থাকছে না। আগামী শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হবে TV9 নেটওয়ার্কের এই ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’। দীপাবলির আগে দুর্গাপুজোর মরশুমে টিভি নাইন নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শুধু ভারতের নয়, বিদেশি বিভিন্ন পণ্যও কেনাকাটি করার সুযোগ পেয়ে যাবেন আপনি।
এছাড়া থাকছে রসনাতৃপ্তির যাবতীয় উপাদানও। ভারতের বিভিন্ন প্রান্তের জিভে জল আনা খাবারের সম্ভার পেয়ে যাবেন আপনি এখানে। উৎসবের দিনগুলিতে এখানে আপনি পেয়ে যাবেন ১০০টিরও বেশি রকমারির খাবারের স্টল। ভারতের বিভিন্ন রাজ্যের তো বটেই, পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় কিছু খাবারও ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ আসা খাবারের স্টলগুলিতে পেয়ে যাবেন আপনি।
পাশাপাশি থাকছে ফ্যাশনেবল জামাকাপড়, অত্যাধুনিক গ্যাজেট, ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্র, হোম অ্যাপ্লায়েন্সেস ও অটোমোবাইলের বিভিন্ন স্টলও। খুব সুলভ দামে আপনি এখান থেকে কেনাকাটি করে নিতে পারেন আপনার পছন্দমতো জিনিস। থাকছে টু-হুইলারের স্টলও। দেশ-বিদেশের বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী থাকবে TV9 নেটওয়ার্কের এই ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়’। ইতালি, তুরস্ক, ইরান, আফগানিস্তান, থাইল্যান্ড থেকে শুরু করে আরও অনেক দেশের প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে এখানে।
শুধু দেশ-বিদেশের নজরকাড়া সামগ্রী ও জিভে জল আনা খাবারই নয়, সেই সঙ্গে ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়’ আপনি পেয়ে যাবেন লাইভ মিউজ়িকও উপভোগ করার সুযোগও। উৎসবের মরশুমে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজিত হবে। বিভিন্ন রাজ্যগুলি তাদের নিজেদের শিল্প-সংস্কৃতি তুলে ধরবে এখানে। উৎসবের আমেজে দেশের সংস্কৃতি ও ভারতের বিভিন্ন প্রান্তের জীবনধারার টুকরো টুকরো ঝলক এখানে পেয়ে যাবেন আপনি। সব মিলিয়ে উৎসবের দিনগুলিকে আরও উন্মাদনায় ভরিয়ে তুলতে প্রস্তুত TV9 নেটওয়ার্ক আয়োজিত ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’।