
নয়া দিল্লি: আজ ষষ্ঠী। দুর্গা পুজোয় মেতে উঠেছে কলকাতা সহ গোটা বাংলা। প্রবাসীরাও মেতেছেন পুজোর আনন্দে। রবিবার, ষষ্ঠীর সকালেই দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে শুরু হয়েছে ‘TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া।’ পুজোর পাঁচ দিন ধরে সেখানে চলবে নানা অনুষ্ঠান। দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকে ২৫০ টিরও বেশি স্টল থাকছে এই অনুষ্ঠানে। এদিন উদ্বোধনের সময় TV9 নেটওয়ার্কের নিউজ ডিরেক্টর হেমন্ত শর্মা দুর্গাপূজার তাৎপর্য ব্যাখ্যা করেন।
হেমন্ত শর্মা বলেন, “দুর্গাপূজা হল শক্তির উদযাপন। শক্তি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গা সবার মঙ্গল করেন, দুর্গা শুভশক্তির উৎস। আমরা এখানে দুর্গাপূজার আয়োজন করি বিশ্বের মঙ্গলের জন্য, সকলের মঙ্গলের জন্য এবং দেশের মঙ্গলের জন্য।”
টিভি৯ নেটওয়ার্কের নিউজ ডিরেক্টর আরও বলেন, “দুর্গাপূজা আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত”। তিনি বলেন, “আমি বিশ্বাস করি যে দুর্গাপূজার উৎসব আমাদের সাংস্কৃতিকভাবে শিকড়ের সঙ্গে যুক্ত করে। শক্তির উপাসনা করে আমরা সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করি। আমি সকলকে এই পূজা মণ্ডপ পরিদর্শন করার জন্য অনুরোধ করছি, কারণ এটি দেশের বৃহত্তম পূজা প্যান্ডেল। এটি কোনও ব্যক্তিগত পূজা নয়। আমরা এখানে এই পূজার আয়োজন করি বিশ্ব কল্যাণের জন্য।”
হেমন্ত শর্মা এদিন আরও বলেন, “এখানে আপনি প্রতিটি অঞ্চলের খাবার এবং পণ্য পাবেন। এই অনুষ্ঠানটি আমাদের সংস্কৃতির ভিত্তি। আমার কাছে, নারীবাদের অর্থ, যা আজকাল ফ্যাশনে রয়েছে, তার কোনও অর্থ নেই। আমার কাছে, নারীবাদ হল দেবী মাতার পূজা।”