নয়ডা: ডুয়োলগ উইথ বরুণ দাস’-র পর ‘ডুয়োলগ NXT’। দর্শকদের মন জয় করে নিচ্ছে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের নতুন এই শো। এখনও পর্যন্ত যে এপিসোডগুলি দেখা গিয়েছে, তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দর্শকরা। এবার নতুন এপিসোড নিয়ে হাজির হচ্ছেন টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও। আজ (১ অক্টোবর) তাঁর সঙ্গে ‘ডুয়োলগ NXT’-তে থাকছেন মিস ইউনিভার্স ইন্ডিয়া রিয়া সিংহ। আজ এই এপিসোডে নিজের যাত্রাপথের কথা ভাগ করে নেবেন তিনি। বলিউডে পা রাখার স্বপ্নপূরণের জন্য কোন বড় পদক্ষেপের প্রয়োজন, তা নিয়েও কথা বলেন।
আলোচনার শুরুতেই রিয়া জানালেন, বিশ্বমঞ্চের অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে সাফল্যের আসল সংজ্ঞা হল নিখুঁত প্রস্তুতি। তাঁর ভাষায়, “প্রস্তুতি ছাড়া জয় অসম্ভব। আসল বিজয়ীরা মঞ্চে ওঠেন একেবারে সম্পূর্ণ রূপে প্রস্তুত হয়ে।”
টিভি৯ নেটওয়ার্কের সিইও-এমডি বরুণ দাস রিয়ার শৃঙ্খলা ও দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করে বলেন, “রিয়ার ভিশন আর অনুশাসনের মেলবন্ধনটাই সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক।”
ডুয়োলগ-এ অংশ নিয়ে রিয়া বলেন, “এখানে আসা আমার কাছে গর্বের বিষয়। বরুণ দাসের করা প্রশ্নগুলি আমায় নিজের ভেতরের সত্যিকারের দিকটা প্রকাশ করতে সাহায্য করেছে।”
কথোপকথনের একটি উল্লেখযোগ্য অংশে উঠে আসে ‘স্বপ্ন’-এর গুরুত্ব। রিয়া জানান, কোভিডের সময় তিনি বারান্দায় দাঁড়িয়ে কল্পনা করা দর্শকের সামনে অনুশীলন করতেন। বরুণ দাসও নিজের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে বলেন, “লক্ষ্য সবসময় সাহসী ও অসম্ভবের মতো হওয়া উচিত। তবেই অসাধারণ পথ তৈরি হয়।”
আত্মবিশ্বাস নিয়ে রিয়া বলেন, “জীবন ছোট, নিজেকে সীমাবদ্ধ রাখার সময় নেই। সৌন্দর্য বোঝা নয়, বরং আমার হাতিয়ার।” শুধু গ্ল্যামারেই নয়, তিনি সমাজের তরুণদের ক্ষমতায়নেও কাজ করছেন তাঁর উদ্যোগ Work Ready with Riya–এর মাধ্যমে, যেখানে তরুণদের যোগাযোগ দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়।
রিয়ার স্পষ্ট বক্তব্য, “আমি শুধু আরেকজন অভিনেত্রী হতে চাই না। আমি চাই বলিউডকে বদলে দিতে, এমন সব চরিত্র ও প্রজেক্ট বেছে নিয়ে যেগুলি সত্যিই নতুন কিছু উপহার দেবে।”
এ পর্ব দর্শকদের কাছে একটাই বার্তা পৌঁছে দিল যে রিয়া সিংহ আলো খোঁজেন না, বরং নিজেই আলোয় ভরা এক মঞ্চ তৈরি করছেন।
পুরো পর্বটি দেখা যাবে আজ রাত ১০টা ৩০ মিনিটে News9-এ। এছাড়া Duologue YouTube channel (@Duologuewithbarundas) এবং News9 Plus app-এও পাওয়া যাবে অনুষ্ঠানটি।
নয়ডা: ডুয়োলগ উইথ বরুণ দাস’-র পর ‘ডুয়োলগ NXT’। দর্শকদের মন জয় করে নিচ্ছে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের নতুন এই শো। এখনও পর্যন্ত যে এপিসোডগুলি দেখা গিয়েছে, তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দর্শকরা। এবার নতুন এপিসোড নিয়ে হাজির হচ্ছেন টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও। আজ (১ অক্টোবর) তাঁর সঙ্গে ‘ডুয়োলগ NXT’-তে থাকছেন মিস ইউনিভার্স ইন্ডিয়া রিয়া সিংহ। আজ এই এপিসোডে নিজের যাত্রাপথের কথা ভাগ করে নেবেন তিনি। বলিউডে পা রাখার স্বপ্নপূরণের জন্য কোন বড় পদক্ষেপের প্রয়োজন, তা নিয়েও কথা বলেন।
আলোচনার শুরুতেই রিয়া জানালেন, বিশ্বমঞ্চের অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে সাফল্যের আসল সংজ্ঞা হল নিখুঁত প্রস্তুতি। তাঁর ভাষায়, “প্রস্তুতি ছাড়া জয় অসম্ভব। আসল বিজয়ীরা মঞ্চে ওঠেন একেবারে সম্পূর্ণ রূপে প্রস্তুত হয়ে।”
টিভি৯ নেটওয়ার্কের সিইও-এমডি বরুণ দাস রিয়ার শৃঙ্খলা ও দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করে বলেন, “রিয়ার ভিশন আর অনুশাসনের মেলবন্ধনটাই সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক।”
ডুয়োলগ-এ অংশ নিয়ে রিয়া বলেন, “এখানে আসা আমার কাছে গর্বের বিষয়। বরুণ দাসের করা প্রশ্নগুলি আমায় নিজের ভেতরের সত্যিকারের দিকটা প্রকাশ করতে সাহায্য করেছে।”
কথোপকথনের একটি উল্লেখযোগ্য অংশে উঠে আসে ‘স্বপ্ন’-এর গুরুত্ব। রিয়া জানান, কোভিডের সময় তিনি বারান্দায় দাঁড়িয়ে কল্পনা করা দর্শকের সামনে অনুশীলন করতেন। বরুণ দাসও নিজের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে বলেন, “লক্ষ্য সবসময় সাহসী ও অসম্ভবের মতো হওয়া উচিত। তবেই অসাধারণ পথ তৈরি হয়।”
আত্মবিশ্বাস নিয়ে রিয়া বলেন, “জীবন ছোট, নিজেকে সীমাবদ্ধ রাখার সময় নেই। সৌন্দর্য বোঝা নয়, বরং আমার হাতিয়ার।” শুধু গ্ল্যামারেই নয়, তিনি সমাজের তরুণদের ক্ষমতায়নেও কাজ করছেন তাঁর উদ্যোগ Work Ready with Riya–এর মাধ্যমে, যেখানে তরুণদের যোগাযোগ দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়।
রিয়ার স্পষ্ট বক্তব্য, “আমি শুধু আরেকজন অভিনেত্রী হতে চাই না। আমি চাই বলিউডকে বদলে দিতে, এমন সব চরিত্র ও প্রজেক্ট বেছে নিয়ে যেগুলি সত্যিই নতুন কিছু উপহার দেবে।”
এ পর্ব দর্শকদের কাছে একটাই বার্তা পৌঁছে দিল যে রিয়া সিংহ আলো খোঁজেন না, বরং নিজেই আলোয় ভরা এক মঞ্চ তৈরি করছেন।
পুরো পর্বটি দেখা যাবে আজ রাত ১০টা ৩০ মিনিটে News9-এ। এছাড়া Duologue YouTube channel (@Duologuewithbarundas) এবং News9 Plus app-এও পাওয়া যাবে অনুষ্ঠানটি।