
কয়েক দশক ধরে তাঁর কণ্ঠের জাদু ছড়িয়ে দিয়ে আসছেন শান। গায়ক তাঁর অসাধারণ কাজ দিয়ে হৃদয় জয় করেছেন সাধারণ মানুষের। মানুষ তাঁর কণ্ঠস্বর এবং তাঁর হাসিতে মুগ্ধ। নবমীর দিন অর্থাৎ ১ অক্টোবর ফেস্টিভ্যালস অব ইন্ডিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান। তাঁর সুরেলা কণ্ঠ, সবাইকে আনন্দ দিয়েছে।
এদিন TV9-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন শান। তাঁর গানের শুরু থেকে শুরু করে তাঁর জনপ্রিয় গান নিয়েও আলোচনা করেছেন তিনি। AI-এর আবির্ভাবের ফলে যে পরিবর্তনগুলি এসেছে, সেগুলি নিয়েও আলোচনা করেছেন তিনি।
শানকে প্রশ্ন করা হয়েছিল যে গান এবং কথা আগের মতো আর নেই। দ্বিতীয়ত, AI-এর ব্যবহারের সঙ্গে সঙ্গে গানের কথা লেখা যাচ্ছে ও অটো-টিউন করা যাচ্ছে। তিনি এই পরিবর্তনকে কীভাবে দেখছেন? উত্তরে শান বলেন, “AI-এরও নিশ্চয় হৃদয় ভেঙেছে… যদি কারও হৃদয় ভাঙে, তাহলে AI-এর কাছে সেই তথ্য থাকবে এবং তার উপর ভিত্তি করে একটি দুঃখের গান সে লিখতে পারবে।”
শান আরও বলেন, “কিন্তু মূল কথা হল, যা ঘটেছে তাতে কেবল তথ্যই আছে। কিন্তু আপনি যদি নতুন কিছু করতে চান, তাহলে AI আপনাকে সাহায্য করতে পারবে না। আজকাল কেউ নতুন কিছু খুঁজছে না। সবই নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের বিষয়ে। এই প্রজন্ম হয়তো আমার গান শুনেছে, কিন্তু পরবর্তী প্রজন্ম তা শুনবে না। কেবল তারাই জানে নতুন প্রজন্মের জন্য কী নতুন এবং তাজা।” গায়ক বিশ্বাস করেন যে সময় এবং প্রজন্মের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তিত হয়, এবং এখন অর্থপূর্ণ গান আবারও বেরিয়ে আসতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।