
আবু ধাবি: মহাসমারোহে নিউজ৯ গ্লোবাল সামিট UAE এডিশনের দ্বিতীয় সংস্করণ শুরু হয়ে গেল আবু ধাবিতে। সেলিব্রিটি থেকে শুরু সমাজের নানা স্তরের খ্যাতনামা ব্যক্তিরা যোগ দিয়েছেন এই সামিটে। নারী ক্ষমতায়নের উপর জোর দিয়ে, সমাজের নতুন চিন্তাধারা, নতুন দিগন্ত স্বপ্ন বুকে নিয়ে শুরু হয়ে গিয়েছে এবারের সম্মেলন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও অনলাইনে এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে নারী ক্ষমতায়ন নিয়ে, নতুন ভাবধারা নিয়ে নিজের মতামত রেখেছেন TV9 নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাস। একই ইস্যুর নানা দিক তুলে ধরে কথা বললেন রেখা গুপ্তাও। তাঁর স্পষ্ট কথা, আলোচনার স্তর থেকে নারী ক্ষমতায়নকে বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত করতে হবে। এর জন্য ‘SHEeconomy Agenda’-এর অধীনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করারও প্রয়োজন রয়েছে বলে তাঁর মত।
ভিডিয়ো বার্তায় বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই টিভি৯ নেটওয়ার্কের এই উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেন রেখা গুপ্তা। আলাদা করে ধন্যবাদ জানান TV9 নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাসকেও। বলেন, “সমাজের নানা ক্ষেত্রে অনেক সফল নারীই এতে অংশগ্রহণ করেছেন। নারীদের সম্মানে এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আমি TV9 নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাস এবং তাঁর পুরো টিমকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।”
তবে এ ক্ষেত্রে মনে রাখা ভাল, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও কিন্তু অনেকের কাছেই অনুপ্রেরণা। তিনি একজন ছাত্রনেতা হিসেবে অনেক আগেই রাজনীতির আঙিনায় উঠে এসেছিলেন। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক ক্যারিয়ারে সফলতাও পেয়েছেন। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে বসেছেন দিল্লির মসনদে। সেই রেখার নিউজ৯ গ্লোবাল সামিটে স্পষ্ট কথা, “সমাজে যদি নারীরা কষ্ট পান, তাহলে আমাদের শান্তি থাকবে না। যে সমাজে নারীদের সসম্মানে, নিরাপদ রাখা হবে, সেই সমাজ আরও ভাল হবে।”