নয়া দিল্লি: অবেশেষে কেন্দ্রের ডিজিটাল আইন মানতে রাজি হল টুইটার (Twitter)। তবে কেন্দ্রের নিয়ম মেনে নিতে আরও কিছু দিন সময় চেয়েছে জ্যাক ডোরসের সংস্থা। এমনই জানা গিয়েছে সূত্র মারফত। সংবাদ সংস্থা পিটিআইকে সূত্র জানিয়েছে, অতিমারি পরিস্থিতিতে কেন্দ্রের কাছে লিখিত আবেদন করে সময় চেয়েছে টুইটার।
কয়েকদিন আগেই টুইটারকে একটি নোটিস দিয়েছিল কেন্দ্র। যেখানে লেখা ছিল, এটাই শেষ নোটিস। এরপরও যদি টুইটার কেন্দ্রের নয়া ডিজিটাল আইন না মানে, তাহলে কড়া পদক্ষেপ করবে কেন্দ্র। এরপরই কেন্দ্রের নয়া নিয়ম মানতে রাজি হয় টুইটার। এমনটাই সূত্রের খবর।
এ বিষয়ে টুইটারের মুখপাত্র এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভারতের জন্য সদা প্রস্তুত তারা। তিনি এ-ও জানান, কেন্দ্রের নয়া ডিজিটাল নিয়মের জন্য যা যা করণীয় সব করছে টুইটার। কেন্দ্রের সঙ্গে এ বিষয়ে আলোচনাও চলবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
কী রয়েছে কেন্দ্রের ডিজিটাল নিয়মে?
গত ২৫ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম-সহ সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও একটি ছাতার তলায় একপ্রকার নিয়ন্ত্রণে আনতে নির্দেশিকা দিয়েছিল কেন্দ্র। মন্ত্রক জানিয়েছিল, প্রত্যেক সংস্থাকে তাদের ভারতে থাকা দফতরের ঠিকানা, যোগাযোগ নম্বর এবং দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট আধিকারিকের নম্বর দিতে হবে। ভারতে থাকা কমপ্লায়েন্স কর্মকর্তাদের নিয়োগ করতে হবে, যে কোনও অভিযোগের সমাধান করতে হবে, আপত্তিকর কন্টেন্টের ওপর সর্বদা নজরদারি চালাতে হবে, কমপ্লায়েন্স রিপোর্ট জমা করতে হবে এবং আপত্তিকর কন্টেন্ট মুছে ফেলতে হবে।
এই নিয়ম মেনে কেন্দ্রের কাছে সবচেয়ে আগে তথ্য জমা করে ‘কু’ অ্যাপ। তারপর একে একে ফেসবুক, হোয়াটসঅ্যাপও এই নীতি মেনে নিয়েছে। একমাত্র টুইটার এখনও কেন্দ্রের কাছে তথ্য জমা দেয়নি।
আরও পড়ুন: ২ মাসে এই প্রথম একদিন ‘লক্ষ’চ্যুত করোনা