
জম্মু-কাশ্মীর: ফের জওয়ানদের রক্তে ভাসল উপত্যকা। জম্মুর আখনুর সেক্টরে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে দুই সেনা-জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে সেনার এক উচ্চ পদস্থ অফিসারও ছিলেন বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন আরও একজন। যে জায়গায় এই বিস্ফোরণটি হয়েছে সেটি আবার নিয়ন্ত্রণ রেখার খুবই কাছে। সূত্রের খবর, আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে ভাটলে এদিন টহল দিচ্ছিল সেনা। আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘড়িতে তখন প্রায় বিকেল ৪টে বাজে।
বিস্ফোরণ কিছু সময়ের মধ্য়েই রক্তাক্ত অবস্থায় ওই জওয়ানদের দ্রুত উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢোলে পড়েন দু’জন। প্রাথমিক তদন্তে অনুমান, জঙ্গিরাই ওই এলাকায় আইইডি লাগিয়ে লাগিয়ে রেখেছিল। তবে কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই ঘটনার দায় নেয়নি। বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। চলছে তল্লাশি।
অন্যদিকে এদিনই আবার আখনুর সেক্টরের নামন্দর গ্রামের কাছে মর্টার শেল পাওয়া গিয়েছে। যা নিয়েও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দারাই। তাঁরাই খবর দেন পুলিশে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় স্থানীয় থানার পুলিশ কর্মীরা। ডাকা হয় বোম্ব স্কোয়াডকে।