Karva Chauth: দুই স্ত্রী পালন করছেন করবা চৌথ, সাংসদকে দেখে ‘হিংসায় জ্বলছেন’ নেটিজেনরা

Udaipur: তাঁর দুই স্ত্রী এক সঙ্গে ওই সাংসদের জন্য প্রার্থনা করছে বলে দেখা গিয়েছে।

Karva Chauth: দুই স্ত্রী পালন করছেন করবা চৌথ, সাংসদকে দেখে হিংসায় জ্বলছেন নেটিজেনরা
দুই স্ত্রীয়ের করবা চৌথ পালন

| Edited By: অংশুমান গোস্বামী

Oct 15, 2022 | 11:47 PM

উদয়পুর: উত্তর এবং পশ্চিম ভারতে উদযাপিত হচ্ছে করবা চৌথ। স্বামীর মঙ্গল কামনায় স্ত্রীরা এই ব্রত করে থাকেন। দেশ জুড়েই বিভিন্ন তারকা এবং জননেতা-নেত্রীদের এই ব্রত পালনের ছবি সামনে এসেছে। কিন্তু রাজস্থানের এক সাংসদের ছবি দেখে অবাক নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, ওই সাংসদের দুই স্ত্রীকে। তাঁর দুই স্ত্রী এক সঙ্গে ওই সাংসদের জন্য প্রার্থনা করছে বলে দেখা গিয়েছে।

জানা গিয়েছে, ওই সাংসদের নাম অর্জুনলাল মীণা। তিনি রাজস্থানের উদয়পুরের সাংসদ। অর্জুনলালের দুই স্ত্রী তাঁর জন্য করবা চৌথ পালন করছেন বলে দেখা গিয়েছে। অর্জুনলালের দুই স্ত্রী আবার দুই বোনও।

কিন্তু ছবি ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠছে। আইনি বিষয় নিয়েও উঠছে প্রশ্ন। হিন্দু বিবাহ আইন অনুসারে, কোনও ব্যক্তির এক সঙ্গে দুই স্ত্রী থাকতে পারেন না। তাহলে কী করে অর্জুনলাল মীণার দুটি স্ত্রী?  এ ব্যাপারে জানা গিয়েছে, অর্জুনলাল আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি। আইনের বিশেষ ধারায় আদিবাসীরা হিন্দু বিবাহ আইনের আওতার বাইরে। সেই ফাঁক গলেই দিব্যি দুই স্ত্রীকে নিয়ে সংসার করছেন উদয়পুরের সাংসদ।

সাংসদের দুই স্ত্রী দেখে হিংসায় জ্বলছেন নেটিজেনরা। এক সঙ্গে দুই স্ত্রীয়ের সঙ্গ, মঙ্গল কামনা দেখে বিভিন্ন মন্তব্য করেছেন তাঁরা।