আধার সেন্টারে আর ছুটতে হবে না, UIDAI আনল নতুন Aadhaar App, কী কী কাজ করতে পারবেন?

Aadhaar Update: আধারের এই নতুন অ্যাপ মোবাইলে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। হোটেল, সিনেমা হল বা অনলাইন ফার্ম, যেখানে নিজের পরিচয় দিতে হয়, সেখানেও এই অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন করা যাবে।  এর ফলে আধারের পেপার কপি ব্যবহার করতে হবে না, যা পরবর্তী সময়ে অপব্যবহারের ঝুঁকি থেকে যায়। 

আধার সেন্টারে আর ছুটতে হবে না, UIDAI আনল নতুন Aadhaar App, কী কী কাজ করতে পারবেন?
ফাইল চিত্র।Image Credit source: X

|

Jan 30, 2026 | 3:09 PM

নয়া দিল্লি: আধার কার্ডে নয়া আপডেট। ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) আনল নতুন আধার অ্যাপ। এই অ্যাপে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্টের অধীনে অতিরিক্ত কোনও ডেটা ভাগ না করেই, বয়স যাচাই বা ভেরিফিকেশন করা যাবে।

বুধবার, ২৮ জানুয়ারি এই নতুন আধার অ্যাপ লঞ্চ করা হয়। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি সেক্রেটারি এস কৃষ্ণান জানান যে সুশাসন নিয়ম ২০২০-র অধীনে আধার অথেনটিকেশনের নিয়মে পরিবর্তন করা হয়েছে।

বয়স যাচাইয়ের ক্ষেত্রে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্টে বিশেষ জোর দেওয়া হয়েছে এই নতুন আধার আইনে। অতিরিক্ত কোনও তথ্য ভাগ করে নেওয়া ছাড়াই এই অ্যাপের মাধ্যমে বয়স ভেরিফিকেশন করা যাবে। বিভিন্ন অ্যাপ, যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অনলাইন গেম ও ই-কমার্স সাইটগুলিতে বয়সের ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে। এই অ্যাপের মাধ্যমে সেই কাজ আরও সহজ হবে। বয়স ভেরিফিকেশন হওয়ায় অনলাইন প্ল্যাটফর্মগুলি শিশুদের থেকে প্রাপ্তবয়স্ক কনটেন্ট বা পণ্য দূরে রাখতে পারবে।

আধারের এই নতুন অ্যাপ মোবাইলে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। হোটেল, সিনেমা হল বা অনলাইন ফার্ম, যেখানে নিজের পরিচয় দিতে হয়, সেখানেও এই অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন করা যাবে।  এর ফলে আধারের পেপার কপি ব্যবহার করতে হবে না, যা পরবর্তী সময়ে অপব্যবহারের ঝুঁকি থেকে যায়।

ইউআইডিএআই (UIDAI)-র সিইও ভূবনেশ কুমার জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে সহজেই ঠিকানা ও মোবাইল নম্বর আপডেট করা যাবে। এর জন্য আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না। এই নতুন অ্যাপে একটি কনট্যাক্ট কার্ডও থাকবে।

একজন ব্যক্তি তাঁর অ্যাপে সন্তান বা বৃদ্ধ মা-বাবা, যাদের আলাদা ফোন নম্বর নেই, এমন সর্বাধিক পাঁচজনের প্রোফাইল রাখতে পারবেন। এতে এয়ারপোর্ট, সিনেমা হল বা অন্য কোনও জায়গায় যেখানে ডিজিটাল অথেনটিকেশনের প্রয়োজন পড়ে, সেখানে এই অ্যাপের ব্যবহার করা যাবে।