AADHAAR CARD-এ বায়োমেট্রিক আপডেটে আর দিতে লাগবে না টাকা! কারা পাবেন এই সুবিধা?
Aadhaar Card Update: আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI)-র তরফে এই চার্জ মকুব করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। তবে সকলের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। কাদের বায়োমেট্রিক আপডেট করতে আর টাকা লাগবে না?

নয়া দিল্লি: আধার কার্ড নিয়ে বড় আপডেট। এবার আধার কার্ডে বায়োমেট্রিক আপডেটের জন্য দিতে হবে না কোনও টাকা। আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI)-র তরফে এই চার্জ মকুব করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। তবে সকলের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। কাদের বায়োমেট্রিক আপডেট করতে আর টাকা লাগবে না?
ইউআইডিএআই-র তরফে জানানো হয়েছে, ৭ থেকে ১৫ বছর বয়সী যারা, তাদের আধার কার্ডে বায়োমেট্রিক আপডেটের জন্য আলাদা করে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট বা এমবিইউ (MBU) চার্জ লাগবে না। ১ অক্টোবর থেকেই নতুন নিয়ম চালু হয়েছে। আগামী এক বছর ৭ থেকে ১৫ বছর বয়সীদের আধার কার্ডে বায়োমেট্রিক আপডেটের জন্য কোনও চার্জ লাগবে না।
ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্তে প্রায় ৬ কোটি নাবালক উপকৃত হবে। শিক্ষা, স্কলারশিপ ও বিভিন্ন স্কিম, যেখানে আধার কার্ডের প্রয়োজন পড়ে, সেই কাজ এবার আরও সহজে হবে।
প্রসঙ্গত, শিশুদের আধার কার্ডকে বাল আধার বলা হয়। ০ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য এই আধার কার্ড দেওয়া হয়। এতে শিশুদের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট থাকে না। আইরিশ স্ক্যানও করা হয় না। সন্তানের বয়স ৫ বছর হওয়ার পর ফের আধার কার্ড আপডেট করতে হয়। তখন ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ স্ক্যান করা হয়। ১৫ বছর বয়সের পর ফের একবার বায়োমেট্রিক ডেটা দিতে হয়। এবার থেকে এই খরচই আর দিতে হবে না।
এতদিন পর্যন্ত দুটি বয়সের গ্রুপ ছিল ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেটে। ৫ থেকে ৭ বছর হত প্রথম এমবিইউ, দ্বিতীয় এমবিইউ হত ১৫ থেকে ১৭ বঠর বয়সীরা। এই বয়সের পরে কেউ আধার কার্ড আপডেট করাতে গেলে ১২৫ টাকা করে দিতে হবে প্রতি আপডেট পিছু।
