
নয়া দিল্লি: আধার কার্ড নিয়ে জোর বিতর্ক। এতদিন সকলে জানতেন যে আধার কার্ডই পরিচয় পত্র। সেখানেই বিহার নির্বাচনের আগে নিবিড়ভাবে ভোটার তালিকা সংশোধনীর নিয়মে বলা হয়েছে, আধার কার্ড পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে না। তাহলে আধার কার্ড কীসের জন্য ব্যবহার হবে? তার দরকারই বা কী, এই নিয়ে হাজারো প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে এবার আধার কার্ড নিয়ে আপডেট দিল নিয়ামক সংস্থা ইউআইডিএআই।
ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া, যা আধারের নিয়ামক সংস্থা, তার সিইও ভুবনেশ কুমার বললেন, “আধার কখনওই প্রথম পরিচয়পত্র ছিল না।”
গত ২৪ জুন নির্বাচন কমিশন নিবিড় ভোটার তালিকা সংশোধনের জন্য যে প্রয়োজনীয় নথির উল্লেখ করেছে, তাকে আধার কার্ডের উল্লেখ নেই। জন্ম শংসাপত্র, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেটস এনআরসি ডকুমেন্ট, ফরেস্ট রাইট সার্টিফিকেট বা জমির দলিল দেখাতে বলা হয়েছে। নিজেকে বৈধ ভোটার প্রমাণ করতে আধার কার্ড বা প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স দেখালে হবে না।
আধার কার্ড নিয়ে জালিয়াতির রমরমা। টাকা খরচ করলেই তৈরি হয়ে যাচ্ছে নকল আধার কার্ড। এই প্রতারণা রুখতে নানা প্রচেষ্টা করছে ইউআইডিএআই। ইতিমধ্যেই নতুন আধার কার্ডে কিউআর কোড যোগ করা হয়েছে, যা বিল্ট ইন সিকিউরিটির কাজ করবে।
ইউআইডিএআই-র সিইও ভুবনেশ কুমার বলেন, “নতুন ইস্যু করা আধার কার্ডে কিউআর কোড থাকছে। ইউআইডিএআই একটি আধার কিউআর স্ক্যানার অ্যাপও তৈরি করেছে। এই অ্যাপের মাধ্যমে আধার কার্ডের ক্রেডেনশিয়াল যাচাই করা যাবে কিউআর কোড স্ক্যান করে। যদি কারোর কাছে ভুয়ো আধার কার্ড থাকে, তাহলে কিউআর কোড স্ক্যান করলেই ধরা পড়ে যাবে। ফোটোশপ করে বা প্রিন্ট করে আধার কার্ড বানানো হচ্ছে।”
এই নতুন অ্যাপ তৈরি হলে সাধারণ মানুষকে আর আসল আধার কার্ডের কপি নিয়ে ঘুরতে হবে না। মাস্কড আধার কার্ড থাকবে, যেখানে আধার কার্ডের গুরুত্বপূর্ণ তথ্য গোপনীয় থাকবে।