UK Follows India: ভারতের Aadhaar থেকে শিখেই তৈরি হচ্ছে ব্রিটেনের Digital ID!

Aadhaar in Britain: ব্রিটেনের এই নতুন অ্যাপ-ভিত্তিক আইডিতে ছবি ও বায়োমেট্রিক থাকবে, যা নকল করা কঠিন। আসলে ব্রিটেনের নতুন এই ডিজিটাল আইডির মডেল ভারতের আধারের পরিকাঠামোর থেকে ব্যাপকভাবে অনুপ্রাণিত। ভারতের আধার একটি ১২-সংখ্যার ইউনিক আইডি। এটি বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক সিস্টেম।

UK Follows India: ভারতের Aadhaar থেকে শিখেই তৈরি হচ্ছে ব্রিটেনের Digital ID!
ব্রিটেনেও এবার আধার কার্ড?Image Credit source: Unplash

Oct 22, 2025 | 5:24 PM

ব্রিটেনে চালু হল নতুন ডিজিটাল আইডি সিস্টেম। ১৭ অক্টোবর, শুক্রবার থেকে এটি কার্যকর হল। এই আইডি শুরুতে পাবেন দেশের প্রাক্তন সেনাকর্মীরা। ‘Gov.uk One Login’ নামে একটি স্মার্টফোন অ্যাপে এই নয়া ডিজিটাল আইডির ক্রেডেনশিয়াল থাকবে বলেই জানা গিয়েছে।

কিন্তু কেন এই পদক্ষেপ? ব্রিটিশ সরকারের লক্ষ্য স্পষ্ট—অবৈধ অভিবাসন এবং বেআইনি কাজ বন্ধ করা। প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টার্মার সাফ জানিয়েছেন, ‘আগামীতে ডিজিটাল আইডি ছাড়া ইউকে-তে কাজ করা যাবে না’। জানা গিয়েছে, বর্তমানে শুধুমাত্র প্রাক্তন সেনাকর্মীদের জন্য এই পরিষেবা চালু হলেও আগামীতে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য পরিবচয়পত্রও এইভাবে ডিজিটাইজ করা হবে।

এখনও পর্যন্ত, অনেকেই ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর জাল করে বা অন্যের নম্বর ব্যবহার করে কাজ জোগাড় করত। সরকার এই ‘শ্যাডো ইকোনমি’ বন্ধ করতে চায়। নতুন অ্যাপ-ভিত্তিক আইডিতে ছবি ও বায়োমেট্রিক থাকবে, যা নকল করা কঠিন। আসলে ব্রিটেনের নতুন এই ডিজিটাল আইডির মডেল ভারতের আধারের পরিকাঠামোর থেকে ব্যাপকভাবে অনুপ্রাণিত।

ভারতের আধার একটি ১২-সংখ্যার ইউনিক আইডি। এটি বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক সিস্টেম। ভারতে প্রতিদিন প্রায় ৮ কোটি আধার অথেন্টিকেশন হয়। তবে, শুধু আধারই নয়, ভারতে ‘ডিজিলকার’ (DigiLocker) অ্যাপে সমস্ত সরকারি নথি ডিজিটালভাবে রাখা যায়। ব্রিটেনের ‘Gov.uk Wallet’ যা বর্তমানে ‘One Login’ নামে পরিচিত, কার্যত সেই একই মডেলকেই অনুসরণ করছে।

তাৎপর্যপূর্ণভাবে, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মার সম্প্রতি ভারত সফরে এসেছিলেন। তিনি মুম্বাইতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা তথা আধার-এর স্থপতি নন্দন নিলেকানির সাথে দেখাও করেন। আর সেখানেই স্টার্মার ভারতের এই সম্পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেমকে ‘বিশাল সাফল্য’ বলেছেন। স্পষ্টতই, ডিজিটাল পরিকাঠামোয় ভারত যে পথ দেখিয়েছে, ব্রিটেন এখন সেই পথেই হাঁটছে। পরিশেষে এই কথা বলাই যায়, যে দেশকে প্রায় ২০০ বছরে শোষণ করেছে ইংরেজরা, সেই দেশের থেকেই এবার নতুন করে শিখছে সেই লর্ড ক্লাইভের দেশের লোকেরা।