Rishi Sunak: জন্মাষ্টমী পালন করা হয়নি এবার, ভারতে পা রেখেই মন্দির-দর্শনের ইচ্ছা প্রকাশ ঋষি সুনকের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 09, 2023 | 7:13 AM

Rishi Sunak: তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। 'জয় সিয়া রাম' বলে সুনককে স্বাগত জানান তিনি। উপহার দেন ভগবৎ গীতা।

Rishi Sunak: জন্মাষ্টমী পালন করা হয়নি এবার, ভারতে পা রেখেই মন্দির-দর্শনের ইচ্ছা প্রকাশ ঋষি সুনকের
শুক্রবারই ভারতে এসেছেন ঋষি সুনক ও স্ত্রী অক্ষতা মূর্তি
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: তিনি শুধু ‘ভারতের জামাই’ নন, তিনি নিজেও একজন ভারতীয় বংশোদ্ভূত। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই প্রথম ভারত সফর ঋষি সুনকের। স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে ভারতে পা রেখেই মন্দির দর্শনের ইচ্ছা প্রকাশ করলেন সুনক। ব্রিটেনেও বিভিন্ন সময় ভারতীয় তথা হিন্দু রীতি বা উৎসব পালন করতে দেখা গিয়েছে ঋষি সুনককে। প্রধানমন্ত্রী পদ পাওয়ার পর ভগবৎ গীতাকে রেখে শপথ নিয়েছিলেন তিনি। গত বছর জন্মাষ্টমীতে পরিবারকে সঙ্গে নিয়ে মন্দিরেও যেতে দেখা গিয়েছিল তাঁকে। এবার ভারতে এসেও মন্দির দর্শনের কথা বললেন তিনি। শুধু তাই নয়, ভারতের জামাই ডাক যে তাঁর বেশ পছন্দ হয়েছে, সে কথাও বুঝিয়ে দিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে।

শুক্রবার বিকেলে রাজধানী দিল্লিতে পৌঁছেছেন ঋষি সুনক। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। ‘জয় সিয়া রাম’ বলে সুনককে স্বাগত জানান তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেন ভগবৎ গীতা, হনুমান চল্লিশা ও রুদ্রাক্ষ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনক বলেন, “আমি একজন গর্বিত হিন্দু হিসেবেই ছোট থেকে বড় হয়েছি। আশা করি আগামী দুদিনের মধ্যে ভারতের কোনও মন্দির দর্শন করতে পারব।” তিনি আরও জানান, সম্প্রতি রাখি বন্ধন অনুষ্ঠানে বোনেদের থেকে রাখি পরেছেন তিনি, সেগুলি রেখেও দিয়েছেন সযত্নে। তবে কাজের ব্যস্ততায় এবার জন্মাষ্টমী পালন করতে পারেননি বলেও তিনি। তাই ভারতে মন্দির দর্শনের পরিকল্পনা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। তাঁর কথায়, ‘একটা বিশ্বাস মানুষকে অনেক সাহায্য করে। বিশ্বাস মানুষকে সহনশীলতা শেখায়, শক্তি দেয়।’

সুনক আরও বলেন, “ভারত আমার অত্যন্ত কাছের দেশ। আমাকে কেউ একজন স্নেহের সঙ্গে ভারতের জামাই বলে ডাকলেন।” উল্লেখ্য,সুনকের স্ত্রী অক্ষতা ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির কন্যা। সেই হিসেবেই সুনককে ‘ভারতের জামাই’ বলে অভিহিত করেন অনেকেই। তিন দিনের সফরে ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও যোগ দেবেন তিনি।

Next Article