বাইরে তুমুল বৃষ্টি, টাইলসের কাজ শুরু হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত ৫

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 23, 2024 | 10:54 AM

Building Collapse: ধ্বংস্তূপের নীচ থেকে বেরিয়ে আসা এক শ্রমিক আহমেদ জানান, নির্মীয়মাণ ওই বিল্ডিংয়ে টাইলসের কাজ চলছিল। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা বিল্ডিংটি। তাঁর দাবি, বিল্ডিংটির বেসমেন্ট বা নীচের তলটি ঠিকভাবে তৈরি করা হয়নি। সেই কারণেই এই দুর্ঘটনা।

বাইরে তুমুল বৃষ্টি, টাইলসের কাজ শুরু হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত ৫
ভেঙে পড়ল বিল্ডিং।
Image Credit source: X

Follow Us

বেঙ্গালুরু: ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু পাঁচ শ্রমিকের। আহত আরও অনেকে। ভাঙা বাড়ির নীচে এখনও কমপক্ষে ১৭ জন শ্রমিক আটকে রয়েছেন বলেই আশঙ্কা। রাতভর চলে উদ্ধারকাজ। এখনও তা জারি রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেঙ্গালুরুর হেন্নুর এলাকায় একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। সেই সময় শ্রমিকরা কাজ করায়, তারা ধ্বংসস্তূপের নীচেই আটকে পড়েন। পরে পুলিশ ও দমকল বাহিনী এসে উদ্ধারকাজ শুরু করে। মঙ্গলবার রাত পর্যন্ত ধ্বংসস্তূপের নীচ থেকে তিন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়। পরে আরও দুইজনের দেহ উদ্ধার হয়। আহত অবস্থায়  তিনজনকে উদ্ধার করা হয়েছে। ভিতরে আরও শ্রমিক আটকে রয়েছেন বলেই জানা গিয়েছিল। যদিও প্রশাসনের তরফে এই বিষয়ে এখনও অফিসিয়াল বিবৃতি মেলেনি।

ধ্বংস্তূপের নীচ থেকে বেরিয়ে আসা এক শ্রমিক আহমেদ জানান, নির্মীয়মাণ ওই বিল্ডিংয়ে টাইলসের কাজ চলছিল। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা বিল্ডিংটি। তাঁর দাবি, বিল্ডিংটির বেসমেন্ট বা নীচের তলটি ঠিকভাবে তৈরি করা হয়নি। সেই কারণেই এই দুর্ঘটনা।

সূত্রের খবর, ওই বিল্ডিংটি চতুর্থ তল পর্যন্তই নির্মাণের অনুমতি ছিল। কিন্তু আইন অমান্য করেই আরও বেশ কয়েকটি তল তৈরি করা হচ্ছিল। ভার সামলাতে না পেরেই, বৃষ্টির দাপটে ভেঙে পড়ে বিল্ডিংটি।  বিষয়টি খতিয়ে দেখছে পুরসভা।

এদিকে, দুর্ঘটনার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি উপমুখ্য়মন্ত্রী ডিকে শিবকুমারকে উদ্ধারকাজের উপরে নজরদারির নির্দেশ দেন।

Next Article