Budget Session in New Parliament Building: নয়া সংসদ ভবন থেকেই কেন্দ্রীয় বাজেট পেশ নির্মলার? প্রস্তুতি তুঙ্গে
Budget Session in New Parliament Building: নয়া সংসদ ভবন থেকেই ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ হবে। এই নিয়ে প্রস্তুতি চলছে তুঙ্গে।

নয়া দিল্লি: আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২৪-র লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট মোদী সরকারের। এই বাজেটের দিকে নজর রয়েছে দেশের আম জনতা থেকে শুরু করে বড় শিল্পপতিদের। বাজেটে তাঁদের জন্য কী বিশেষ চমক রয়েছে তার অপেক্ষাতেই রয়েছে গোটা দেশ। আর এই বাজেটেই অভিষেক হতে পারে নয়া সংসদ ভবনে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই আসন্ন বাজেট অধিবেশনে নয়া সংসদ ভবন থেকেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আপাতত ২০২৩-২৪ সালের বাজেট পেশের প্রস্তুতি চলছে পুরোদমে।
সূত্রের খবর, নয়া সংসদ ভবন নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। জানুয়ারির শেষেই তা পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। নতুন সংসদ ভবনে রাষ্ট্রপতির ভাষণ এবং কেন্দ্রীয় বাজেট দুটোই অনুষ্ঠিত করার চেষ্টা চলছে। আর প্রয়োজনে পুরনো সংসদ ভবনে বাকি দিনের কার্যক্রম করা যাতে পারে। সূত্রের খবর, বর্তমান ও নতুন সংসদ ভবনের মাঝের সীমানা সরিয়ে দেওয়া হয়েছে। নতুন সংসদ ভবনের বাহ্যিক সাজসজ্জার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং কারিগরি সমস্যা না দেখা দিলে এবারের বাজেট অধিবেশন নতুন সংসদ ভবনেই শুরু হবে বলে মনে করা হচ্ছে। কোনও কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব না হলে নতুন সংসদ ভবনে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আয়োজনের চেষ্টা করা হবে।
বাজেটের খসড়া প্রস্তুত করার পাশাপাশি এই সংসদ অধিবেশনে সেই বাজেট অধিবেশন আয়োজন করার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে সূত্রের খবর, ইতিমধ্যেই নয়া সংসদ ভবনে প্রবেশের জন্য সাংসদদের আইডি কার্ড তৈরি করতে শুরু করেছেন লোকসভার সচিব। প্রসঙ্গত, ৩১ জানুয়ারি শুরু হবে বাজেট অধিবেশন। তা চলবে ৬ এপ্রিল অবধি। তবে মাঝে ১৪ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ অবধি থাকবে বিরতি। রীতি অনুযায়ী ৩১ জানুয়ারি দুই কক্ষের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর পরের দিন ১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ সালের বাজেট পেশ করবেন নির্মলা।





