
প্রয়াগরাজ: শেষলগ্নে মহাকুম্ভ। প্রয়াগরাজের মহাকুম্ভে পুণ্যস্নান করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। কুম্ভস্নানের পর তিনি বলেন, এটা শুধু উৎসব নয়, বরং হাজার হাজার বছর ধরে সংস্কৃতি ও ধর্মীয় চেতনার জ্বলন্ত শিখা।
দুইদিনের উত্তর প্রদেশ সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ১৫ ফেব্রুয়ারি তিনি উত্তর প্রদেশে এসে পৌঁছন। সেখানে বারাণসীতে তিনি কাশী তামিল সমাগমে যোগ দেন। এর পরের দিন, ১৬ ফেব্রুয়ারি তিনি প্রয়াগরাজের মহাকুম্ভে স্নান করেন।
144 वर्षों के बाद महाकुंभ का यह अलौकिक संगम, जहाँ संतो, महात्माओं और श्रद्धालुओं का सागर उमड़ता है, धर्म और आस्था का सबसे भव्य उत्सव है। महाकुंभ केवल एक पर्व नहीं, बल्कि भारत की हजारों वर्षों पुरानी आध्यात्मिक और सांस्कृतिक चेतना की जीवंत ज्योति है। यह वह दिव्य अवसर है, जब… pic.twitter.com/F5roWuh22m
— Dharmendra Pradhan (@dpradhanbjp) February 16, 2025
কুম্ভে পুণ্যস্নানের পর তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “১৪৪ বছরে প্রথমবার মহাকুম্ভ হচ্ছে, যেখানে সাধু, মহাত্মা ও ভক্তদের ঢল নেমেছে। এটা ধর্ম ও বিশ্বাসের এক অদ্ভুত মিশ্রণ। মহাকুম্ভ শুধু একটা উৎসব নয়, বরং হাজার হাজার বছর ধরে সংস্কৃতি ও ধর্মীয় চেতনার জ্বলন্ত শিখা। এই পবিত্র ক্ষণে গোটা বিশ্ব সনাতন ধর্ম ও ভক্তির ব্যাপকতাকর অভিজ্ঞতা নিচ্ছে।”
মহাকুম্ভের এই বিশাল আয়োজনের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশ সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানান তিনি।