GST on Petroleum Product: পেট্রোল-ডিজেলেও বসবে জিএসটি? অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন এই কথা…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 16, 2023 | 9:43 AM

Petrol Diesel GST: অর্থমন্ত্রী বলেন, "শুধুমাত্র জিএসটি কাউন্সিলের সদস্যরা হ্য়াঁ-ই বলেননি, সদস্যদের জিএসটির হারও ধার্য করতে হবে। ওনারা আমায় জিএসটির হার জানালে, আমরা তা জিএসটি হিসাবে কার্যকর করব"।

GST on Petroleum Product: পেট্রোল-ডিজেলেও বসবে জিএসটি? অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন এই কথা...
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: পেট্রোল-ডিজেলেও (Petrol-Diesel) বসবে জিএসটি(GST)? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমনটাই ইঙ্গিত দিলেন। বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) জানান, যদি কাউন্সিল সদস্যদের সম্মতি থাকে, তবে পেট্রোলিয়াম পণ্যের উপরেও জিএসটি বসানো হতে পারে। তবে পেট্রোপণ্যের উপরে কত শতাংশ জিএসটি বসতে পারে, সে সম্পর্কে এখনও কোনও তথ্য জানানো হয়নি। বুধবার বাজেট পরবর্তী আলোচনায় এমনটাই ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “পেট্রোলিয়াম পণ্যকে জিএসটির আওতায় আনার বিধান ইতিমধ্যেই রয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে আলোচনা চলছে। রাজ্যগুলি যদি রাজি হয়, তবে পেট্রোলিয়াম পণ্যকে জিএসটির আওতায় আনা হবে। তাই আমাদের এই মুহূর্তে করার কিছু নেই। জিএসটি কাউন্সিলের সমস্ত সদস্যরাই এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।”

অর্থমন্ত্রী আরও বলেন, “শুধুমাত্র জিএসটি কাউন্সিলের সদস্যরা হ্য়াঁ-ই বলেননি, সদস্যদের জিএসটির হারও ধার্য করতে হবে। ওনারা আমায় জিএসটির হার জানালে, আমরা তা জিএসটি হিসাবে কার্যকর করব”। ২০২৩-২৪ সালের বাজেট নিয়ে অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক বৃদ্ধির গতি ধরে রাখতে পরিকাঠামোর উন্নয়নের উপরে জোর দিতে হবে। কেন্দ্রীয় সরকার এর জন্য বরাদ্দ বাড়িয়েছে।

তিনি বলেন, “বিগত ৩-৪ বছর ধরে কেন্দ্রীয় সরকার মূলধনী ব্যয়ের উপরে ক্রমাগত জোর দিয়েছে। গত বছরের বাজেটেও সরকার মূলধনী ব্যয়ের উপরে বরাদ্দ ৩০ শতাংশ বাড়িয়েছিল। বহু বছর বাদে দেশের মূলধনী ব্যয়ের হার দুই সংখ্যায় পৌঁছেছে।”

উল্লেখ্য, আগামী ১৮ ফেব্রুয়ারি দিল্লিতে জিএসটি কাউন্সিলের ৪৯ তম বৈঠক হওয়ার কথা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বেই এই বৈঠক হবে। প্রতি ত্রৈমাসিকেই জিএসটি কাউন্সিলের বৈঠক হয়। জিএসটি সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে।  জিএসটি কাউন্সিলের বৈঠকের ঠিক আগেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

প্রসঙ্গত, পাঁচ বছর আগে জিএসটি ব্যবস্থা চালু হলেও, এখনও অবধি পেট্রোল, ডিজেল ও প্রাকৃতিক গ্যাসের মতো পণ্যকে জিএসটির আওতায় আনা হয়নি।

Next Article