Nirmala Sitharaman: কোনও রাজ্যের GST-র পয়সা বাকি নেই, বরং ধার করে মিটিয়েছি: নির্মলা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 19, 2023 | 4:51 PM

Nirmala Sitharaman: রাজ্যসভায় নির্মলা বললেন, 'আমি এমনকী টাকা ধার করেও, রাজ্যগুলির বকেয়া মিটিয়ে দিয়েছি। অন্তত একমাস, দু’মাসের অগ্রিম টাকা দিয়ে দেওয়া হয়েছে। তিন দফায় আমরা অগ্রিম টাকা দিয়েছি। জিএসটি বাবদ কোনও রাজ্যের কোনও টাকা বকেয়া নেই।'

Nirmala Sitharaman: কোনও রাজ্যের GST-র পয়সা বাকি নেই, বরং ধার করে মিটিয়েছি: নির্মলা
রাজ্যসভায় নির্মলা সীতারমণ
Image Credit source: Sansad TV

Follow Us

নয়া দিল্লি: জিএসটি বাবদ কোনও রাজ্যের এক পয়সাও বকেয়া নেই। নয়া সংসদ ভবনে অধিবেশনের প্রথম দিনেই রাজ্যসভায় এই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আজ থেকেই নয়া সংসদ ভবনে বসতে শুরু করেছেন সাংসদরা। নয়া সংসদ ভবনে প্রথম দিনেই অধিবেশনে রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে অভিযোগ তোলেন, একাধিক রাজ্যে জিএসটি সময় মতো দেওয়া হচ্ছে না। একশো দিনের কাজের টাকা সময়মতো দেওয়া হচ্ছে না। এসব করে ওই রাজ্যগুলিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে বলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যসভার বিরোধী দলনেতা। মল্লিকার্জুন খাড়্গের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নিজের মন্ত্রকের বিরুদ্ধে এমন অভিযোগ শুনে বেশ বিরক্ত ও উত্তেজিতই দেখাল নির্মলাকে। মল্লিকার্জুন খাড়্গে রাজ্যসভায় ভুল তথ্য পরিবেশন করছেন বলে দাবি নির্মলার।

বর্ষীয়ান কংগ্রেস নেতা জিএসটি ও একশো দিনের কাজের টাকা নিয়ে অভিযোগ তুলতেই নির্মলা বললেন, ‘জিএসটি বাবদ টাকা রাজ্যগুলিকে সময়মতো দেওয়া হয় না বলে বিরোধী দলনেতা যে অভিযোগ করছেন, তা সম্পূর্ণ ভুল। অসত্য তথ্য পরিবেশন করা হচ্ছে। একদম মিথ্যা তথ্য। আমি এমনকী টাকা ধার করেও, রাজ্যগুলির বকেয়া মিটিয়ে দিয়েছি। অন্তত একমাস, দু’মাসের অগ্রিম টাকা দিয়ে দেওয়া হয়েছে। তিন দফায় আমরা অগ্রিম টাকা দিয়েছি। জিএসটি বাবদ কোনও রাজ্যের কোনও টাকা বকেয়া নেই। জিএসটি বাবদ টাকা দিতে কোনও ক্ষেত্রে কোনও দেরি হচ্ছে না। আমি এই নিয়ে সম্পূর্ণ তথ্য পেশ করতে পারি।’

মল্লিকার্জুন খাড়্গের অভিযোগ ও নির্মলা সীতারমনের পাল্টা বক্তব্যে এদিন রাজ্যসভার অধিবেশন বেশ তপ্ত হয়ে ওঠে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তখন উভয়পক্ষকেই নিজেদের বক্তব্য আজকের মধ্যেই রাজ্যসভায় জমা দেওয়ার জন্য বলেন। ধনখড় বললেন, ‘এই ধরনের যা খুশি মন্তব্য রাজ্যসভায় হতে পারে না। উভয়েই বর্ষীয়ান সাংসদ। দু’জনের মন্তব্য একে অপরের পরিপন্থী। তাই দু’জনকেই নিজেদের বক্তব্য আজকের মধ্যে রাজ্যসভায় পেশ করার জন্য বলা হচ্ছে।’

Next Article