Bangla NewsIndia Union Home Minister Amit Shah addressed media on the completion of PM Narendra Modi government’s nine years
Amit Shah: নয়া সংসদ ভবনে রাখা হবে ঐতিহাসিক ‘রাজদণ্ড’, জানালেন শাহ
Amit Shah: ২৮ মে নয়া সংসদ ভবনের উদ্বোধন করা হবে। এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ ১৯ টি বিরোধী দলগুলি।
Image Credit source: ANI
Follow Us
নয়া দিল্লি: ৯ বছর সম্পন্ন করল কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার। সেই উপলক্ষেই সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিকে আগামী ২৮ মে উদ্বোধন হবে দেশের নয়া সংসদ ভবন। ইতিমধ্যেই এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। আমন্ত্রণ পাঠানো হলেও সংসদ ভবনের উদ্বোধনের দিন থাকছে না কোনও বিরোধী দল। কংগ্রেস সহ ১৯ টি বিরোধী দল যৌথভাবে নয়া সংসদ ভবনের উদ্বোধনকে বয়কট করেছে। এই আবহে সাংবাদিক বৈঠকে অমিত শাহ। এই সংসদ ভবনের উদ্বোধন নিয়ে তিনি কী কী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন এক নজরে দেখে নিন এখানে-
সেঙ্গোলকে কোনও রাজনীতির সঙ্গে যুক্ত করা উচিত নয়। এটা একটা ভাবনার প্রতীক। পুরনো ভারতের সঙ্গে নতুন ভারতকে জোড়ার একটা বড় প্রক্রিয়া এটা: শাহ
সাংবাদিকের প্রশ্নের উত্তরে শাহ বলেন, এতদিন এলাহাবাদের সংগ্রহশালায় এই সিঙ্গোল রাখা ছিল। এবার সেখান থেকে এখানে নিয়ে আসা হবে: শাহ
“এই সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সকলের উপস্থিত থাকা উচিত”। সাংবাদিকের এই প্রশ্নে শাহ বলেন, “ভারত সরকার সবাইকেই আমন্ত্রণ জানিয়েছে। এবার সবাই নিজের ভাবনা অনুযায়ী কাজ করবেন।”
১৯৪৭ সালের ১৪ অগস্ট যিনি উপস্থিত ছিলেন সেই ভূম্মিদি বাঙ্গারু চেট্টিও ৯৬ বছর বয়সে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন: শাহ
অধিনামের অধ্যক্ষদের সঙ্গে আলোচনা করে এই সেঙ্গোল বানানো হয়েছে। সংসদ ভবনের উদ্বোধনের দিন আধিনামের ২০ জন অধ্যক্ষ উপস্থিত থাকবেন। তাঁরা প্রধানমন্ত্রীর হাতে সেঙ্গোল তুলে দেবেন। তাঁরা আশীর্বাদও দেবেন: শাহ
আমাদের সরকার মনে করে, এই পবিত্র সেঙ্গোলকে সংগ্রহশালায় রাখা অনুচিত। এই সেঙ্গোলকে স্থাপনের জন্য সংসদ ভবনের থেকে উপযুক্ত স্থান আর কিছুই হতে পারে না। তাই যেদিন দেশের উদ্দেশে সংসদ ভবন উৎসর্গ করা হবে সেদিনই প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ু থেকে আসা এই সেঙ্গোল স্বীকার এবং স্থাপন করবেন। এই সেঙ্গোলের স্থাপনা ১৯৪৭ সালকে আরও একবার অবিস্মরণীয় করে রাখবে: শাহ
১৯৮৭ সালের ১৪ অগস্টের পর সেঙ্গোলকে ভুলে গিয়েছে সবাই। তবে স্বাধীনতার ৩১ বছর পর এক বিদ্বান ব্যক্তি ফের সেঙ্গোলের ইতিহাস তুলে ধরেন: শাহ
এই সেঙ্গোল চোল সাম্রাজ্য থেকে চলে আসছে: শাহ
রাজা গোপালাচারিয়া তারপর অনেক পুরনো গ্রন্থ ঘেটে, গবেষণা করে অতীতে সাম্রাজ্যবাদের সময় স্বাধীনতা হস্তান্তরের প্রক্রিয়ার একটি সঠিক ইতিহাস পড়ে এই সেঙ্গোল হস্তান্তরের প্রক্রিয়াকে চিহ্নিত করা হয়। তারপর ১৯৪৭ সালে ১৪ অগস্ট তামিলনাড়ুর আধনাম থেকে এই সেঙ্গোল স্বীকার করে স্বাধীনতার হস্তান্তর সম্পন্ন করেন: শাহ
মাউন্ট ব্যাটেন পণ্ডিত জওহরলাল নেহেরুকে জিজ্ঞাসা করেন, ব্রিটিশদের থেকে ভারতীয়দের হাতে স্বাধীনতা হস্তান্তরের প্রতীক হিসেবে ভারতীয় পরম্পরা, সংস্কৃতি মেনে কীসের আয়োজন করা উচিত? এর জন্য রাজা গোপালাচারিয়ার শরণাপন্ন হন নেহেরু: শাহ
সেঙ্গোল আমাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সেঙ্গোল ক্ষমতা হস্তান্তরের প্রতীক হয়ে ওঠে। প্রধানমন্ত্রী মোদী যখন এই বিষয়ে জানতে পারেন, তখন বিস্তারিত গবেষণা করা হয়। তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে এটি দেশের সামনে উপস্থাপন করা উচিত। এ জন্য নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনটি বেছে নেওয়া হয়েছে: শাহ
১৯৪৭ সালের ১৪ অগস্টের রাত ১০টা ৪৫ মিনিটে জওহরলাল নেহেরু তামিলনাড়ু থেকে আসা সেঙ্গোল স্বীকার করেন। ব্রিটিশদের হাত থেকে ভারতের স্বাধীনতার প্রতীক হিসেবে তিনি এটি সব নিয়ম মেনে স্বীকার করেছিলেন। নিজের বাসভবনে বহু নেতার উপস্থিতিতে সেঙ্গোল স্বীকার করে তিনি স্বাধীনতার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। রাজেন্দ্রপ্রসাদও ছিলেন ওখানে: শাহ
১৯৪৭ সালের ১৪ অগস্টের রাতে একটি গুরুত্বপূর্ণ, অলৌকিক ও ঐতিহাসিক ঘটনা ঘটে। ৭৫ বছর পরেও এই বিষয়ে অনেকেই জানেন না। সেঙ্গোল আমাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এটি ব্রিটিশদের ভারতকে স্বাধীনতা হস্তান্তরের একটি প্রতীকও ছিল: শাহ
আগামী ২৮ মে সংসদের নবনির্মিত ভবনটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে একটি ঐতিহাসিক ঘটনা কে পুনরুজ্জীবিত করা হচ্ছে। নতুন সংসদ ভবনে স্থাপন করা হবে ঐতিহাসিক রাজদণ্ড ‘সেঙ্গোল’। এটি ১৯৪৭ সালের ১৪ আগস্ট প্রধানমন্ত্রী নেহেরু ব্রিটিশদের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরের সময় নিয়েছিলেন। তামিল ভাষায় একে সেঙ্গোল বলা হয়। এই শব্দটির অর্থ সম্পদে পরিপূর্ণ: শাহ
ঐতিহাসিক পরম্পরাকে সম্মান এবং তার পুনর্জাগরণও ছিল আজাদি কা অমৃত মহোৎসবে প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য। এই নয়া সংসদ ভবনের উদ্বোধনের দিনে ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি হবে: শাহ
নতুন সংসদ ভবনটি রেকর্ড সময়ের মধ্যে নির্মিত হয়েছে। ৬০ হাজার জন শ্রমিক এই নয়া সংসদ ভবন নির্মাণের কাজে যুক্ত ছিলেন। তাঁদের সম্মান জানেবেন মোদী। নতুন সংসদ ভবন প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে: শাহ
প্রধানমন্ত্রীর দূরদর্শিতার প্রমাণ এই নয়া সংসদ ভবন: শাহ
২৮ মে দেশের নব নির্মিত সংসদ ভবন দেশের জন্য উৎসর্গ করা হবে: শাহ