Amit Shah: ‘সবরকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে’, দিল্লি বিস্ফোরণ নিয়ে বললেন শাহ
Blast in Delhi: এনআইএ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG), ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (FSL) এবং দিল্লি পুলিশকে একসঙ্গে তদন্তের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, এনআইএ-র একটি টিম ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। বিস্ফোরণের কারণ কী, কীভাবে বিস্ফোরণ ঘটল, তা তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ। কারা ঘটাল এই বিস্ফোরণ? কীভাবে বিস্ফোরণ ঘটল? বিস্ফোরণের পরই প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। একাধিক সংস্থাকে একসঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। দিল্লির পুলিশ কমিশনার ও ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) ডিরেক্টরের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সোমবার সন্ধেয় লালকেল্লার সামনে দুটি গাড়িতে বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের পরই আইবি প্রধান তপন দেকা ও দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচার সঙ্গে ফোনে কথা বলেন শাহ। এনআইএ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG), ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (FSL) এবং দিল্লি পুলিশকে একসঙ্গে তদন্তের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, এনআইএ-র একটি টিম ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। বিস্ফোরণের কারণ কী, কীভাবে বিস্ফোরণ ঘটল, তা তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।
বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে যান শাহ। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। হাসপাতালে যাওয়ার আগে শাহ বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সবরকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সব সম্ভাবনা খতিয়ে দেখার পর সামনে যা আসবে, তা সাধারণ মানুষকে জানানো হবে। এদিন বিস্ফোরণের পর অমিত শাহের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “দিল্লিতে বিস্ফোরণ যাঁরা নিজেদের পরিজনদের হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাই।” আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী।
এদিকে, বিস্ফোরণস্থল ও তার আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে।
