পটনা: ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক (Eastern Zonal Council Meeting) সফল হয়েছে। রবিবার ২৬ তম ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, রাজ্যগুলির বিভিন্ন সমস্যার সমাধানে কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। তিনি বলেন, বৈঠক ভাল হয়েছে এবং অনেকগুলি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কিছু ইস্যুর সমাধানে কমিটি গঠন করা হয়েছিল।
এদিনের বৈঠকে পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শিক্ষাক্ষেত্রের উন্নতির উপর বিশেষ জোর দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের সংস্কৃতির কেন্দ্র পূর্বাঞ্চল বলে এদিন উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, প্রাচীনকাল থেকেই বড়-বড় শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রস্থল হল দেশের পূর্বাঞ্চল। এই অঞ্চলের ছাত্রছাত্রীরা সবচেয়ে সফল বলেও উল্লেখ করেন শাহ।
শিক্ষার পাশাপাশি শিল্পেও দেশের পূর্বাঞ্চল এগিয়ে বলে উল্লেখ করেন অমিত শাহ। তিনি বলেন, পূর্বাঞ্চল সমগ্র দেশের শিল্প উন্নয়নের ভিত্তি স্থাপন করেছে এবং স্বাধীনতার আগে ও পরে এই অঞ্চলের মহান ব্যক্তিরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই অঞ্চলটি খনিজ সম্পদ এবং জলে সমৃদ্ধ। বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মতো পূর্ব রাজ্যগুলি সমগ্র দেশের প্রয়োজনের জন্য প্রায় সমস্ত খনিজ সম্পদ সরবরাহ করে বলেও উল্লেখ করেন তিনি।
গত ৯ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি পূর্বাঞ্চলের উন্নতিতে আরও বেশি সহায়ক হয়েছে বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এপ্রসঙ্গে কোভিড মহামারীর সময়ের উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, এদিন বিহারের রাজধানী পটনায় ২৬তম ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক বসেছে। এই বৈঠকের সভাপতিত্ব করেব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ছাড়াও বাংলার প্রতিনিধি হিসাবে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।