Amit Shah Attacks Uddhav Thackeray: ‘চটি চাটতেও দ্বিধা করেনি’, ‘শাহি’ আক্রমণের মুখে ঠাকরে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 19, 2023 | 8:12 AM

Shiv Sena Controversy: শিবসেনার প্রতীক কার, এই বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "গতকাল নির্বাচন কমিশন দুধ কা দুধ, পানি কা পানি করে দিয়েছে।"

Amit Shah Attacks Uddhav Thackeray: চটি চাটতেও দ্বিধা করেনি, শাহি আক্রমণের মুখে ঠাকরে
অমিত শাহ ও দেবেন্দ্র ফড়ণবীস। ছবি:PTI

Follow Us

পুণে: শিবসেনার নাম ও প্রতীক নিয়ে তুঙ্গে তরজা। চলতি সপ্তাহের শুক্রবারই একনাথ শিন্ডের শিবিরকে শিবসেনার (Shiv Sena) নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। বাবা বালাসাহেব ঠাকরের তৈরি দলের নাম ও প্রতীক খুইয়ে এরপর থেকেই নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। শনিবারও তিনি বলেন যে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর দাস হয়ে গিয়েছেন। এবার তাঁর কড়া জবাব দিলেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। শনিবারই তিনি কড়া ভাষায় উদ্ধব ঠাকরের সমালোচনা করে এবং নির্বাচন কমিশনের প্রশংসা করে বলেন, “যারা বিপরীত মতাদর্শের মানুষদের জুতোর তলা চাটছিলেন, তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর আসল সত্যিটা দেখতে পাচ্ছেন। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবিরই আসল শিবসেনা এবং তাদের তীর ধনুক প্রতীক ব্যবহারের অনুমতি দিয়েছেন।”

“মোদী @ ২০” নামক বইয়ের মারাঠী সংস্করণ উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতীয় জনতা পার্টির আদর্শনীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পূরণ হচ্ছে। কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে অভিন্ন দেওয়ানি নীতি কার্যকরের দিকেই এগোচ্ছে”। উদ্ধব ঠাকরের নাম উল্লেখ না করেই তিনি জানান, ২০১৯ সালে বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রীর পদ ভাগাভাগি নিয়ে কোনও চুক্তি হয়নি। নির্বাচনের ফল প্রকাশের পর শিবসেনা মিথ্যা কথা বলে জোট ভাঙে এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে মহা বিকাশ আগাড়ি জোট তৈরি করে।

শিবসেনার প্রতীক কার, এই বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “গতকাল নির্বাচন কমিশন দুধ কা দুধ, পানি কা পানি করে দিয়েছে। গতকাল সত্য়মেব জয়তে শব্দটির যথার্থতা প্রমাণ হয়েছে। যারা মিথ্যাচারের আশ্রয় নিয়ে এতদিন গলা ফাটাতেন, তারা আজ বুঝতে পারছেন আসল সত্য কার পক্ষে রয়েছে।”

তিনি আরও বলেন, “২০১৯ সালের রাজ্য নির্বাচনের সময় আমি দলের প্রধান ছিলাম। একসঙ্গে আমরা নির্বাচন লড়ি। ওর (উদ্ধব ঠাকরে) থেকে বড় ছবি লাগানো হয়েছিল মোদীজীর, নির্বাচনে লড়াই করা হয়েছিল এটা জেনেই যে মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়ণবীস। কিন্তু মুখ্য়মন্ত্রী হওয়ার জন্য ওঁ (উদ্ধব ঠাকরে) বিপরীত মতাদর্শের মানুষদের জুতো চাটতেও দ্বিধা করেনি।”

Next Article