India-Pakistan Conflict: ‘তৈরি থাকুন…’, সব রাজ্যের মুখ্যসচিবদের নির্দেশ কেন্দ্রের

India-Pakistan Conflict: জানা যাচ্ছে, কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত রাখতে হবে। যে কোনও পরিস্থিতিতে তাদের কাজে লাগানো হতে পারে। 

India-Pakistan Conflict: তৈরি থাকুন..., সব রাজ্যের মুখ্যসচিবদের নির্দেশ কেন্দ্রের
স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 10, 2025 | 11:08 PM

নয়া দিল্লি: সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। কাশ্মীর সহ একাধিক জায়গায় গোলাগুলি শুরু করেছে তারা। এরই মধ্যে জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন সব রাজ্যের মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে, কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত রাখতে হবে। যে কোনও পরিস্থিতিতে তাদের কাজে লাগানো হতে পারে।

শনিবার বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার পরই ফের নিজেদের ‘আসল রূপে’ ফিরে এসেছে পাকিস্তান। কাশ্মীরের একাধিক এলাকায় লাগাতার গোলা-গুলির আওয়াজ পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, পাঠানকোট, হোশিয়ারপুর এবং গুরুদাসপুরে ফের ‘ব্ল্যাকআউট’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ দিকে সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনায় শহিদ হয়েছেন এক জওয়ান। জম্মুর আরএস পুরা এলাকায় আন্তর্জাতিক সীমান্তে নির্বিচারে গোলাগুলি চালায় পাকিস্তান। সেই সময় সামনে থেকে আধা সেনা নেতৃত্ব দিচ্ছেলেন সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ। তখনই পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ হন তিনি।