নয়া দিল্লি: মোদী পদবি নিয়ে মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে সুরাট আদালত। গত ২৩ মার্চ দু’বছরের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত। অবশেষে সুরাট আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানাবেন রাহুল। আজ সুরাটের সেশন আদালতে সেই রায়ের উপর স্থগিতাদেশের আর্জি জানিয়ে আবেদন করবেন তিনি। এর জন্য সশরীরে উপস্থিতও হবেন ওয়েনাডের প্রাক্তন সাংসদ। এবার এই ইস্যু নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। তিনি জানিয়েছেন, আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করার জন্য কাউকে সশরীরে উপস্থিত থাকতে হয় না। এইভাবে আদালতে যাওয়া নাটক ছাড়া অন্য কিছু নয় বলে তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী।
কিরেণ রিজিজু সোমবার সকালে টুইট করে রাহুলের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি লেখেন, “আবেদন করতে সুরাটে যেতে পারেন রাহুল গান্ধী। তবে আবেদন করতে কোনও দোষী সাব্যস্তকে সশরীরে আদালতে উপস্থিত হতে হয় না।” তিনি উল্লেখ করেছেন, সাধারণত কোনও দোষীই আবেদনের জন্য আদালতে যান না। কংগ্রেস নেতা-কর্মীদের নিয়ে দল বেঁধে যাওয়া একটা নাটক ছাড়া আর কিছুই নয়।
তিনি আরও লিখেছেন, “এটা রাহুল গান্ধীর শিশুসুলভ আচরণ। আদালতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন তিনি। দেশের সমস্ত আদালত এইসব কৌশল থেকে মুক্ত।” এদিকে তিনি টুইটে বিজেপি মুখপাত্র সম্বিৎ পাত্রের সাংবাদিক সম্মেলন উদ্ধৃত করেন। বিজেপির মুখপাত্র বলেন, প্রাক্তন কংগ্রেস সাংসদ তাঁর পরিবার ও দলীয় কর্মীদের নিয়ে সুরাটে যাচ্ছেন ফের ওবিসি সম্প্রদায়কে অপমান করার জন্য। প্রসঙ্গত,আজ সুরাট আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে সুরাট সেশন কোর্টে আবেদন জমা দেবেন। রাহুল গান্ধীর সঙ্গে সুরাট সেশন কোর্টে যাবেন তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধী এবং কংগ্রেস শাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ভূপেশ বাঘেল ও সুখবিন্দর সিং সুখু। এই নিয়েই সুর চড়িয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু।